জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 141
1401. বায়ুর মূল উপাদান হলো-
- নাইট্রোজেন
- মিথেন
- অক্সিজেন
A,C
1402. মানব সৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি?
- বন্যা
- খরা
- ঝড়
- দাঙ্গা
1403. এদেশটির অতি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভের পূর্বশর্ত হলো-
- তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান
- খনিজ দ্রব্য আহরণ
- বিশ্বব্যাংকের শেয়ার ক্রয়
- উন্নত দেশে শ্রমিক পাঠানো
1404. ‘সুনামি’ কোন ভাষার শব্দ?
- বাংলা
- জাপানি
- তুর্কি
- ফরাসি
1405. সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে ক্ষতি হবে-
- গরুর খামারের
- সবুজ গাছপালার
- শস্য ক্ষেতের
B,C
1406. আকস্মিকভাবে যে দুর্যোগ ঘটে তার নাম কী?
- মানব সৃষ্ট দুর্যোগ
- তাৎক্ষণিক দুর্যোগ
- প্রাকৃতিক দুর্যোগ
- অপ্রাকৃতিক দুর্যোগ
1407. দাবানলের ফলে নষ্ট হয়-
- ঘর-বাড়ি
- বৃক্ষসম্পদ
- জীববৈচিত্র্য
B,C
1408. বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা?
- কিশোরগঞ্জ
- টাঙ্গাইল
- শেরপুর
- নেত্রকোনা
1409. সাবিহা ও সিমি একটি সমস্যা নিয়ে কথা বলছিল। মানুষের কর্মকান্ডের ফলে মাঝে মধ্যেই এ সমস্যা হতে পারে। এ সমস্যার প্রবাব বহুমুখী। এ সমস্যা মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে। পরিবেশ অসহনীয় হয়ে ওঠে।
- সাংস্কৃতিক দুর্যোগ
- আকস্মিক দুর্যোগ
- মানবসৃষ্ট দুর্যোগ
- প্রাকৃতিক দুর্যোগ
1410. উক্ত সমস্যার প্রভাব হলো-
- সমাজকে অস্থিতিশীল করে
- পরিবেশের ভারসাম্য নষ্ট করে
- সুস্থ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 141"