জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 140
জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-কুইজ | 1391. মানবাহনের নির্গত কলের ধোঁয়াকে কী বলা হয়?
- নাইট্রোজেন
- সিএফসি
- কার্বন-ডাই-অক্সাইড
- মিথাইল
1392. যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে-
- কার্বন ডাইঅক্সাইড
- কার্বন মনোক্সাইড
- নাইট্রোজেন
- সিএফসি গ্যাস
1393. শিল্পকারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে নির্গত হয়-
- পারদ
- মিথেন
- আর্সেনিক
A,C
1394. মাছের আবাসস্থল কোনটি?
- সমভূমি
- স্থলভূমি
- জলাভূমি
- শিলাভূমি
1395. বর্তমানে বিশ্বে ব্যাপকহারে কী গড়ে উঠেছে?
- জলাশয়
- নগর
- গ্রাম
- বনভূমি
1396. জলাভূমি ভরাট করে করা হচ্ছে-
- বিমানবন্দর নির্মাণ
- কারখানা নির্মাণ
- বসতবাড়ি নির্মাণ
B,C
1397. সারা পৃথিবীতে আজ পরিবর্তন দেখা যাচ্ছে-
- তাপমাত্রা বৃদ্ধিতে
- জলবায়ু পরিবর্তনে
- খাদ্য উৎপাদন বৃদ্ধিতে
A,B
1398. দুর্যোগ প্রস্তুতিকালে গবাদি পশু কেমন স্থানে রাখতে হবে?
- উঁচুস্থানে
- নিচু স্থানে
- ভেজাস্থানে
- শুকনো স্থানে
1399. বর্তমানে বাংলাদেশের বনভূমির শতকরা পরিমাণ কত?
- ১০ ভাগ
- ১৬ ভাগ
- ২৫ ভাগ
- ২৮ ভাগ
1400. কোনটি কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন?
- গ্রিনহাউস
- বায়ুমন্ডল
- ট্রপোস্ফিয়ার
- ওজোন স্তর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-কুইজ - 140"