জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 126
1251. সংবিধান রাষ্ট্র পরিচালনার কী?
- হাতিয়ার
- দলিল
- বই
- গ্রন্থ
1252. ব্রিটেনের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে দায়ী থাকেন। অতএব ব্রিটেনে বিদ্যমান আছে-
- একানায়কতন্ত্র
- মন্ত্রিপরিষদ শাসিত সরকার
- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
A,C
1253. কোন সরকার ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়?
- একনায়কতন্ত্র
- রাজতন্ত্র
- প্রজাতন্ত্র
- অভিজাততন্ত্র
1254. নিম্নদিক থেকে গ্রামাঞ্চলের কততম স্তর ইউনিয়ন পরিষদ?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
1255. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
- দুই
- তিন
- পাঁচ
- ছয়
1256. পৃথিবীর অন্যান্য জাতি থেকে কোনটি সম্পূর্ণ পৃথক?
- বাঙালি জাতিসত্তা
- বাঙালি বাসস্থান
- বাঙালি বস্ত্র
- বাঙালি খাদ্য
1257. বাংলাদেশের সংবিধানকে উত্তম বলা যায়। কারণ এটি-
- লিখিত
- সুস্পষ্ট
- সংক্ষিপ্ত
A,B
1258. বনভূমির বৃক্ষ নিধনের ফলে-
- বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
- পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
- সুনামির সৃষ্টি হচ্ছে
A,B
1259. স্পিকারের অবর্তমানে কে সংসদ পরিচালনা করেন?
- সরকারি দলের হুইপ
- বোধী দলের হুইপ
- প্রধানমন্ত্রী
- ডেপুটি স্পিকার
1260. কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন?
- প্রধানমন্ত্রী
- মন্ত্রিপরিষদ
- রাষ্ট্রপতি
- আইনমন্ত্রী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-7"