জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 111
1101. তুলনামূলক বিচারে ২০০৯-১০ অপেক্ষা ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে কোন কাতের অবদান বৃদ্ধি পেয়েছ?
- কৃষি ও বনজ
- শিল্প
- স্বাস্থ্য ও সেবা
- মৎস্য
1102. যে খাতটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে-
- পরিবহন
- সংরক্ষণ
- যোগাযোগ
A,B,C
1103. বাংলাদেশের অর্থনীতির প্রদান গুরুত্বপূর্ণ খাত কোনটি?
- পোশাক শিল্প
- মৎস্যবিদ্যুৎ
- গ্যাস ও পানিকৃষি
1104. বাংলাদেশের বেশির ভাগ লোকের জীবিকার প্রধান উপায় কোনটি?
- চাকরি
- ব্যবসা
- কৃষি
- শিল্প
1105. বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ কীসের মাধ্যমে পরিবারর কাছে পাঠায়?
- দালালের
- পোস্ট অফিসের
- কুরিয়ার সার্ভিসের
- ব্যাংকের
1106. পেশাজীবী যাদেরকে বলা হয়-
- ডাক্তার
- ইঞ্জিনিয়ার
- শিক্ষক
A,B,C
1107. বিদেশে চাকরি করতে যায়-
- দক্ষ ও অদক্ষ শ্রমিক
- ডাক্তার ও ইঞ্জিনিয়ার
- শিক্ষক ও আইনজীবী
A,B,C
1108. ২০১১-১২ অর্থবছরে GDP তে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান কত ছিল?
- ৪.৩৯ শতাংশ
- ৪.৫১ শতাংশ
- ২.৩৮ শতাংশ
- ২.৪৫ শতাংশ
1109. বাংলাদেশ যেসব আমদানি-রপ্তানি থেকে প্রতিবছল বিপুল সম্পদ উৎপাদন বা আহরণ করে তা হলো-
- কৃষি
- শিল্প
- সেবা
A,B,C
1110. যুব উন্নয়নে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে-
- জনগণকে
- সরকারকে
- সমাজকে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 111"