জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 108
1071. নিজের রুচি অনুযায়ী আদর্শ মূল্যবোধ সৃষ্টি করতে পারে মানুষ যেভাবে-
- সংবাদপত্র পাঠ করে
- ধনসম্পদ অর্জন করে
- টেলিভিশন দেখে
A,C
1072. কোন ধরনের চলচ্চিত্র ব্যক্তির সামাজিকীকরণে নেতিবাচক প্রভাব ফেলে?
- আর্ট ফিল্ম
- সুস্থ চলচ্চিত্র
- পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র
- কুরূচিপূর্ণ চলচ্চিত্র
1073. রাজনৈতিক দল কীভাবে ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে?
- নেতৃত্বদান শেখানোর মাধ্যমে
- আচার-আচরণ শেখানোর মাধ্যমে
- সচেতন ও সংগঠিত করার মাধ্যমে
- সংগঠিত করার মাধ্যমে
1074. সোহান তার এলাকার ও বিদ্যালয়ের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে অনেক কিছু শিখে। এর ফলে সোহানের মধ্যে কোন গুণগুলো বিকশিত হবে?
- সেওন্দর্যবোধ সহনশীলতা মূল্যবোধ
- আচার-আচরণ চালচলন কথাবার্তা
- ভাষা ও অনুকরণসহযাগিতা
1075. চলচ্চিত্র সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
- মূল্যবোধ জাগিয়ে
- মানবিকতাবোধ জাগিয়ে
- সহমর্মিতাবোধ জাগিয়ে
A,B,C
1076. শহরে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে কী?
- গণমাধ্যম
- সেনাবাহিনী
- জনগণ
- সরকার
1077. বাংলাদেশের মতো উন্নয়শীল দেশের কোন মাধ্যম জনশিক্ষার একটি প্রধান মাধ্যমে?
- টেলিভিশন
- রেডিও
- সংভাদপত্র
- চলচ্চিত্র
1078. সমবয়সীদের সৎস্পর্শে শিশুর বিকাশ ঘটে-
- কঠোর মনোভাব
- সহযোগিতা
- সহনশীলতা
B,C
1079. স্থানীয় সমাজের উপাদান কোনটি?
- বিজ্ঞান ক্লাব
- ইউনিয়ন পরিষদ
- জাতীয় সংসদ
- সিটি কর্পোরেশন
1080. কখন সমবয়সীদের সঙ্গে ব্যক্তির খেলাধুলার অপ্রতিরোধ্য আকর্ষণ থাকে?
- শৈশবে
- যৌবনে
- বার্ধক্যে
- প্রৌঢ়ে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 108"