জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 101
1001. ব্যক্তির সামাজিকীকরণ ঘটে-
- বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্পর্শে
- বিভিন্ন উপাদানের সংস্পর্শে
- ধর্মীয় নিয়ম-কানুনের মাধ্যমে
A,B
1002. বেতার মানুষের জীবনে যে ভূমিকা পালন করেছে তা হলো-
- শিক্ষাদান
- আনন্দদান
- অসত্য তথ্য প্রদান
A,B
1003. কোনটির মাধ্যমে কম খরচে দেশে-বিদেশে তথ্য আদান-প্রদান করা যায়?
- ই-মেইল
- ই-কমার্স
- ফেসবুক
- টুইটার
1004. সামাজিকীকরণের মধ্য দিয়ে ব্যক্তি কীসের উপযোগী হয়ে গড়ে উঠে?
- শিক্ষা গ্রহণের
- নেতৃত্বের
- প্রত্যাশিত আচরণের
- সামাজিক শৃঙ্খলার
1005. মেধা ও চিন্তার বিকাশ ও পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে কীসের কোনো বিকল্প নেই?
- টেলিভিশনের
- সংবাদপত্রের
- ই-মেইলের
- চলচ্চিত্রের
1006. শিশু যখন বড় হতে থাকে তখন কারা তাকে নানাভাবে প্রভাবিত করে?
- পিতামাতা
- ভাইবোন
- আত্মীয়স্বজন
- সঙ্গীসাথী
1007. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যমে কোনটি?
- স্থানীয় সমাজ
- ব্যক্তি নিজে
- বই পুস্তক
- ভাইবোন
1008. কোন ধরনের চলচ্চিত্র ব্যক্তির সামাজিকীকরণে নেতিবাচক প্রভাব ফেলে?
- আর্ট ফিল্ম
- সুস্থ চলচ্চিত্র
- পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র
- কুরূচিপূর্ণ চলচ্চিত্র
1009. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন কোনটি?
- মাতাপিতা
- ভাইবোন
- সমবয়সী সঙ্গী
- অধিক বয়সী সঙ্গী
1010. কোনটি পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তর এনেছে?
- ই-কমার্স
- ই-বুক মেইল
- মোবাইল
- ইমেইল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 101"