জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 97
961. উত্তরা গণবভন কিসের পরিচায়ক?
- প্রধানমন্ত্রীর বিলাসবহুল বাসভবন
- রাষ্ট্রপতির বিলাসবহুল বাসভবন
- বিদেশি অতিথিদের বাসভবন
- মূল্যবান স্থাপত্য কীর্তির নিদর্শন
962. সোনারগাঁও এক সময় কোথাকার রাজধানী ছিল?
- বাংলার
- উড়িষ্যার
- বিহারের
- দিল্লির
963. ইংরেজ আমলে এদেশে তৈরি হয়েছিল-
- সুদৃশ্য অট্টালিকা
- অন্যান্য প্রত্ননিদর্শন
- জাদুঘর
A,B
964. বিশ্বকবির স্মৃতিজড়ানো স্থান কোনটি?
- তাজহাট
- মুক্তাগাছা
- দিঘাপতি
- শিলাইদহ
965. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?
- ঢাকা
- চট্টগ্রাম
- রাজশাহী
- খুলনা
966. কুষ্টিয়ার শিলাইদহে কার কুঠিবাড়ি?
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
- কাজী নজরুল ইসলামের
- সৈয়দ আনিসুল হকের
- হুমায়ুন আহমেদের
967. কোনটির সাথে জড়িয়ে আছে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস?
- আন্টাঘর ময়দান
- রেসকোর্স ময়দান
- পলাশীর ময়দান
- ভিক্টোরিয়া ময়দান
968. সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
- সোনারগাঁও
- ময়মনসিংহ
- মানিকগঞ্জ
- রংপুর
969. ‘প্রত্ন’ শব্দের অর্থ হলো-
- পুরানো
- নতুন
- প্রাচীন
A,C
970. ঢাকা শহরের উল্লেখযোগ্য মন্দির হলো-
- ঢাকেশ্বরী মন্দির
- রমনা কালি মন্দির
- লালবাগ মন্দির
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 97"