জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1839
18381. রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি?
- রাতকানা
- বর্ণান্ধতা
- গ্লুকোমা
- হিমোফিলিয়া
18382. বংশগতির ভৌত ভিত্তি কোনটি?
- DNA
- RNA
- ক্রোমোজোম
- নিউক্লিয়াস
18383. কোন রোগটির লক্ষণ আক্রান্ত ব্যক্তির বয়স চল্লিশ হওয়ার পূর্বে প্রকাশ পায় না?
- ডাউন’স সিনড্রোম
- ক্লিনিফেলটার’স সিনড্রোম
- হানটিংটনস
- সিকিলসেল
18384. ইন্টাফেরন ব্যবহার করা হয়-
- ক্যান্সার নিয়ন্ত্রণে
- হেপাটাইটিস চিকিৎসায়
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে
A,B
18385. বট থেকে নিচের কোন এনজাইমটি পাওয়া যায়?
- ফাইসিন
- ট্রিপসিন
- থ্রম্বিন
- প্যাপেইন
18386. পুংলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
- x
- y
- xx
- xy
18387. বট গাছ থেকে কোন এনজাইম পাওয়া যায়?
- ফাইসিন
- প্যাপেইন
- ট্রিপসিন
- থ্রম্বিন
18388. স্তন্যপায়ী কোন প্রজাতির প্রাণী থেকে প্রথম ক্লোনিং করে একই প্রজাতির নতুন প্রাণী সৃষ্টি করা হয়?
- গরু
- শূকর
- খরগোশ
- ভেড়া
18389. কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম স্পষ্ট হয়?
- প্রোফেজ ও প্রোমেটাফেজ
- প্রোমেটাফেজ ও মেটাফেজ
- এনাফেজ ও টেলোফেজ
- প্রোফেজ ও মেটাফেজ
18390. কোন রোগ বিশিষ্ট বালকদের মধ্যে একজন স্বাভাবিক পুরুষের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা থাকে না?
- সিকিল সেল
- হানটিংটন’স
- ডাউন’স সিনড্রোম
- ক্লিনিফেলটারস সিনড্রোম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1839"