জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 594
5931. GMO এর পূর্ণরূপ কী?
- Genetically Modified Organism
- Genarel Modified Organism
- Genetically Method Orgun
- Gene Modified Organism
5932. আগাছা সহিষ্ণু টমেটো জাত তৈরি করতে ব্যবহৃত হয় কোনটি?
- ভাইরাস
- ব্যাকটেরিয়া
- শৈবাল
- ছত্রাক
5933. কোন বিজ্ঞানী তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন?
- কার্ল এরোকি
- ড. মকসুদুল হক
- ড. এম. কে. চক্রবর্তী
- জর্জ মরেল
5934. জিন প্রকৌশলে পরীক্ষা করা হয় কোনটি?
- কলমের পরিমাণ
- বিষাক্ততা
- ফসলের গুণগতমান
- জৈব নিরাপত্তা
5935. টিস্যুকালচার আবাদে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন –
- গ্লুকোজ
- ভিটামিন
- ফাইটোহরমোন
B,C
5936. জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যসম্পন্ন GMO জীবকে কী বলা হয়?
- General Modified Organism
- Genetically Method Organ
- Transgenic
- Gene Modified Organism
5937. উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য তেল উৎপাদন করা হয় –
- যুঁই সাস্পেনসন হতে
- তিমি মাছ হতে
- জোজোবা গাছ হতে
B,C
5938. টিস্যু কালচারের সুবিধা কী?
- ছত্রাক মুক্ত চারা উৎপাদন
- ব্যাকটেরিয়া মুক্ত চারা উৎপাদন
- কম সময়ে ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন চারা উৎপাদন
- ভাইরাস মুক্ত চারা উৎপাদন
5939. রক্তের DNA পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় –
- সন্তানের মাতৃত্ব নির্ণয়
- অপরাধীদের শনাক্তকরণ
- সন্তানের পিতৃত্ব নির্ণয়
A,B,C
5940. টিস্যুকালচারের মাধ্যমে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কিসের চারা উৎপাদন করা হয়েছে?
- পেয়ারার চারা
- কলার চারা
- আমের চারা
- ডালিমের চারা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-জীববিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 594"