জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 590
5891. DNA অণুর কাঙ্ক্ষিত অংশ কর্তন করা সম্ভব হয় –
- আইসোমারেজ এনজাইম
- রেস্ট্রিকশন এনজামি
- রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম
B,C
5892. কোন দেশীয় বিজ্ঞানীগণ জীবপ্রযুক্তি ব্যবহার করে ইন্টারফেরন তৈরি করতে সক্ষম হয়েছেন?
- ফরাসি
- রাশিয়ান
- জার্মান
- ইটালিয়ান
5893. মডিফাইড ভুট্টা বীজ কোন দেশ আবিষ্কার করে?
- বাংলাদেশ
- ভারত
- সুইডেন
- স্পেন
5894. GE এর পূর্ণরূপ কী?
- General Energy
- Genetically Engineered
- Gene Empaek
- Genetically Emltion
5895. উদ্ভিদ টিস্যুকালচারে কালচার করা হয় –
- পরাগরেণু
- শীর্ষ বা পার্শ্বমুকুল
- পর্ব
A,B,C
5896. কেন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাদ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ উদ্ভাবন করেন?
- বেণহাম হুকার
- জর্জ মরেল
- মার্টিন
- জোহান মেন্ডেল
5897. টিস্যুকালচার পদ্ধতির অসুবিধা কোনটি?
- কাঙ্ক্ষিত এক্সপ্ল্যান্টের অভাব
- অত্যন্ত ব্যয়বহুল
- অধিক সময় লাগা
- অল্প চারা উৎপাদিত হওয়া
5898. জিনপ্রকৌশল পরিবর্তন ঘটানো হয় –
- জিনের
- RNA-র
- DNA-র
A,C
5899. একপ্ল্যান্ট মিডিয়ামে স্থাপন করার জন্য ব্যবহার করা হয় –
- ফরসেপ
- নিডল
- ড্রপার
5900. টিস্যুকালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত –
- পুরাতন শাখা
- নতুন শাখা
- বিশুদ্ধ শাখা
- বিশেষিত শাখা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-জীববিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 590"