জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 598
5971. DNA কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি?
- লাইগেজ
- রেস্ট্রিকশন
- লেকটেজ
- লাইপেজ
5972. বাহক DNA অনুলিপনের জন্য কী দরকার?
- একটি বাহক নির্বাচন
- একটি পোষক নির্বাচন
- একটি জীব নির্বাচন
- একটি টিস্যু নির্বাচন
5973. জিন প্রকৌশলের মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে কোথায় স্থানান্তর করা সম্ভব হয়েছে?
- মানুষে
- ছাগলে
- পাখিতে
- গাছে
5974. উনিশ শতকে কোন বিশেষ আবিষ্কারের ফলে জীবপ্রযুক্তি নতুনরূপে অগ্রযাত্রা শুরু করে?
- মেন্ডেলের সূত্র
- ডারউইনের বিবর্তনবাদ
- ডি এন এ -এর ডাবল হেলিক্স মডেল
- লিনিয়াসের দ্বিপদ নামকরণ
5975. মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোন জিন স্থানান্তরের মাধ্যমে কোন প্রাণীর কৌলিগত পরিবর্তন ঘটানো হয়েছে?
- বাঘ
- গাধা
- ভেড়া
- তিমি
5976. দুধের মান বৃদ্ধিতে গরুতে কোন জিন স্থানান্তর করা হয়েছে?
- Protein D
- ক্যালসিয়াম
- Protein C
- ল্যাকটোজ
5977. রিং-স্পট ভঅইরাস (PRSV) প্রতিরোধে সক্ষম কিসের জাত উদ্ভাবন করা হয়েছে?
- আমের
- সরিষার
- পেঁপের
- শসার
5978. ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার কতটি জিন ভেড়ার জীনোমে স্থানান্তর করা হয়েছে?
- 1
- 2
- 3
- 4
5979. একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে (Natrient Medium)বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো –
- জিন প্রকৌশল
- টিস্যুকালচার
- রিকম্বিনেন্ট DNA
5980. টিস্যুকালচারের মাধ্যমে অর্জিত সাফল্য হলো –
- রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলার চারা উৎপাদন
- আলুর রোগমুক্ত বীজ মাইক্রোটিউবার উৎপাদনচন্দ্রমল্লিকা
- লিলি প্রভৃতি ফুল উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন”;}}
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-জীববিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 598"