জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 620
6191. কোন টিস্যুর প্রাথমিক প্রোটোপ্লাজম পরে বিনষ্ট হয়ে যায়?
- কোলেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
- প্যারেনকাইমা
- ক্লোরেনকাইমা
6192. ভিত্তিপর্দার উপর সাধারণ আবরণী টিস্যু কয় স্তরে সজ্জিত থাকে?
- এক স্তরে
- দ্বিস্তরে
- তিন স্তরে
- বহু স্তরে
6193. কোষপ্রাচীর কীভাবে পার্শবর্তী কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে?
- মাইকোঝিল্লী সৃষ্টির মাধ্যমে
- প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে
- সাইটোডেজমাটা সৃষ্টির মাধ্যমে
- প্লাজমালেমা সৃষ্টির মাধ্যমে
6194. অনুচক্রিকার কাজ কী?
- এলবুমিন তৈরি করা
- রক্ত গড়িয়ে পড়ায়
- রক্ত জমাট বাঁধায়
- রক্তকে বিশুদ্ধ করে
6195. ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি?
- শ্বেত কণিকা
- লোহিত কণিকা
- অনুচক্রিকা
- লসিকা
6196. তুমি মানুষের ট্রাকিয়া টিস্যুকে কী হিসেবে চিহ্নিত করবে?
- সাধারণ আবরণী টিস্যু
- স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
- স্কোয়ামাস আবরণী টিস্যু
- ডিউডো-স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
6197. মসৃণ পেশি কলা হয় কোনটিকে?
- ঐচ্ছিক পেশি
- অনৈচ্ছিক পেশি
- হৃদপেশি
- কোনটিই নয়
6198. মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড পৃথক করা যায়-
- রঞ্জক পদার্থের উপস্থিতির ভিত্তিতে
- অন্তঃপর্দার ভিত্তিতে
- কাজের ভিত্তিতে
A,B,C
6199. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্লোরোপ্লাস্ট করলে পাওয়া যাবে-
- বহিঃ ও অন্তঃস্তর
- সেন্টিওল ও গ্রানাম
- গ্রানাম ল্যামেলাম ও ম্যাট্রিক্স
B,C
6200. জাইলেম প্যারেনকাইমার অন্য নাম কী?
- উড-প্যারেনকাইমা
- জটিল প্যারেনকাইমা
- মিশ্র প্যারেনকাইমা
- স্যাপ-উড-প্যারেনকাইমা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 620"