জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 617
6161. জীবদেহে এন্ডোপ্লাজমিক জালিকার অনুপস্থিতিতে সৃষ্টি সমস্যা-
- মাইটোকন্ড্রিয়া ও কোষগহ্বর সৃস্থি ব্যাহতপ্রোটিন
- লিপিড ও ATP সংশ্লেষণ ব্যাহতকোষের দৃঢ়তা প্রদানে ব্যাঘাত
A,B,C
6162. কোনটি দেহের জলীয় অংশকে দেহের ভিতর সংরক্ষণ করে?
- জননতন্ত্র
- রেচনতন্ত্র
- ত্বকতন্ত্র
- পরিপাকতন্ত্র
6163. একই গঠনবিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের কী বলে?
- কোষ
- কলা
- অঙ্গ
- তন্ত্র
6164. কোষের পাওয়ার হাউজের ঝিল্লীর স্তর কয়টি?
- এক
- দুই
- তিন
- চার
6165. জাইলেম টিস্যু গঠনের উপাদান কোনটি?
- কোলেনকাইমা
- সঙ্গীকোষ
- প্যারেনকাইমা
- জাইলেম ফাইবার
6166. কোনটি পাতার পানি ও খনিজ লবণ পরিবহন করে?
- সরল টিস্যু
- জাইলেম
- ভাজক টিস্যু
- ফ্লোয়েম
6167. মেরুদন্ডী প্রাণীর রক্তনালি ও পৌষ্টিকনালি ইত্যাদির প্রাচীরে কোন পেশি থাকে?
- ঐচ্ছিক পেশি
- অনৈচ্ছিক পেশি
- হৃদপেশি
- উপরের সবগুলো
6168. দেহের আকার গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?
- রক্তকোষ
- পেশিকোষ
- স্নায়ুকোষ
- অস্থিকোষ
6169. পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে?
- ভ্রূণীয় এন্ডোডার্ম
- এক্টোপ্লাজম
- ভ্রূণীয় এক্টাডার্ম
- ভ্রূণীয় মেসোডার্ম
6170. প্যারেনকাইমা উদ্ভিদ দেহের কোন অংশে থাকে?
- কান্ডে
- মূলে
- পাতায়
- সব অংশে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 617"