জীবে-পরিবহণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 678
6771. B গ্রুপে রক্তের লোহিত রক্ত কণিকার কোন এন্টিজেন থাকে?
- A
- a
- B
- b
6772. মানব হৃৎপিন্ডের ক্ষেত্রে সঠিক-
- এটি পাম্প যন্ত্র বিশেষ
- এটি চার প্রকোষ্ঠবিশিষ্ট
- এর প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দ্বারা আবৃত
A,B,C
6773. সিভনল-
- কেন্দ্রিকবিহীন
- পাতলা কোষপ্রাচীরযুক্ত
- লম্বালম্বি একটির সাথে অন্যটি যুক্ত হয়
A,B,C
6774. কোন বিজ্ঞানী প্রস্বেদনকে “প্রয়োজনীয় ক্ষতি’’ অভিহিত করেছেন?
- ম্যাসন
- র্যাবিডু
- লুন্ডেগার্ড
- কার্টিস
6775. সূর্যালোকের উপস্থিতিতে চামড়ায় কোলেস্টেরোল থেকে কোন ভিটামিন তৈরি হয়?
- ভিটামিন ‘সি’
- ভিটামিন ‘বি’
- ভিটামিন ‘সি’
- ভিটামিন ‘ডি’
6776. কীভাবে নিম্ন রক্তচাপের অনেক সময় আদর্শ মানের কাছাকাছি নিয়ে আসা যায়?
- সুষম খাদ্য গ্রহণ
- শারীরিক পরিশ্রম
- ব্যয়াম
A,B,C
6777. রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে কী বলে?
- রক্তচাপ
- স্নায়ুচাপ
- ধমনিচাপ
- হৃদস্পন্দন
6778. পরিবর্তিত খাদ্য কোথায় শোষিত হয়?
- যকৃতে
- অন্ত্রের গাত্রে
- পাকস্থলীতে
- অগ্ন্যাশয়ে
6779. উদ্ভিদ খনিজ লবণ কী হিসেবে শোষণ করে?
- আয়ন
- যৌগ
- মৌল
- লবণ
6780. বাতজ্বর কোন অণুজীবের সংক্রমণে সৃষ্ট রোগ?
- স্টেফাইলোকক্কাস
- বেসিডিওকক্কাস
- স্টেপটোকক্কাস
- সেফালোকক্কাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবে-পরিবহণ - এসএসসি-জীববিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 678"