জীবে-পরিবহণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 671
6701. নিয়মিত ও পরিমিত ব্যায়াম, আহার গ্রহণ এবং মেদবহুল খাদ্য ও ধুমপান পরিহার করলে কী হয়?
- উচ্চ রক্তচাপ থেকে রেহাই পাওয়া যায়
- মানুষ র্দীর্ঘায়ু লাভ করে
- ডায়াবেটিস উপশম হয়
- নিম্ন রক্তচাপ নিরাময় করে
6702. হার্ট এটাকের জন্য দায়ী করা হয়-
- অন্তঃক্ষরা গ্রন্থির বিশৃঙ্খলাকে
- দেহের ওজন বেড়ে যাওয়াকে
- অতিরিক্ত মানসিক চাপকে
B,C
6703. প্রস্বেদন পরোক্ষভাবে প্রভাবিত করে-
- সালোকসংশ্লেষণে
- শ্বসনে
- ব্যাপনে
A,B
6704. গাড় ও মাথার পেছনের দিকে ব্যথা হওয়া কোন রোগের লক্ষণ?
- করোনানারি থ্রম্বসিস
- প্লুরিসি
- ব্রঙ্কাইটিস
- উচ্চ রক্তচাপ
6705. নালিবিহীন গ্রন্থিতে তৈরি এক প্রকার রাসায়নিক পদার্থকে কী বলে?
- এনজাইম
- হরমোন
- জারক রস
- পাচক রস
6706. রক্তশূণতা থেকে রক্ষা পেতে কী করতে হবে?
- নিয়মিত রক্ত দান
- সুষম খাদ্য গ্রহণ
- নিয়মিত রক্ত গ্রহণ
- লৌহ জাতীয় খাবার গ্রহণ
6707. একজন পুরুষের রক্তে HDL এর আর্দশ মান কত?
- ০.৯০-১.৬৮ গ্রাম/ডেসি লিটার
- ০.৪০-১.৫৩ গ্রাম/ডেসি লিটার
- ০.৪০-১.৮১ গ্রাম/ডেসি লিটার
- ০.৯০-১.৪৫ গ্রাম/ডেসি লিটার
6708. মানবদেহে সম্পূর্ণ অংশে একবার পরিভ্রমণের সময়কাল কত?
- ২ মিনিট বা তার চেয়ে বেশি
- ১ মিনিট বা তার চেয়ে কম
- ২০ সেকেন্ড তার চেয়ে কম
- ১০ সেকেন্ড বা তার চেয়ে কম
6709. লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টিকারী যৌগটি-
- কোষপ্রাচীর তৈরি ও রক্ষা করে
- এন্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে
- পিত্ত ধ্বংস করে
A,B
6710. পানিতে রেখে দেওয়া শুকনো কিশমিশ ফুলে টসটসে হয় কেন?
- ব্যাপনের ফলে
- অভিস্রবণের ফলে
- গ্যাটেশনের ফলে
- ইমবাইবিশনের ফলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবে-পরিবহণ - এসএসসি-জীববিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 671"