জীবে-পরিবহণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 686
6851. হৃৎপিন্ডের সংকোচনকে কী বলে?
- ডায়াস্টোল
- সিস্টোল
- উর্বশিরা
- কপাটিকা
6852. উদ্ভিদের মূল দ্বারা গৃহীত উপাদানগুলো কোন প্রক্রিয়ায় পার্শ্বীয় কোষে স্থানান্তরিত হয়?
- অভিস্রবণ
- ব্যাপন
- ইমবাইবিশন
- মাস ফ্লো
6853. উচ্চ রক্তচাপের লক্ষণ-
- ঘাড় ব্যথা করা
- শ্বাসকষ্ট হওয়া
- ঠিকমত ঘুম না হওয়া
A,C
6854. ক্ষনপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ করে কোনটি?
- লোহিত রক্তকণিকা
- অণুচক্রিকা
- শ্বেত রক্তকণিকা
- রক্তরস
6855. মানবদেহে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত?
- ১ লক্ষ
- ১ লক্ষ ৫০ হাজার
- ২ লক্ষ
- ২ লক্ষ ৫০ হাজার
6856. রক্তকণিকা উৎপত্তি কোথায়?
- মস্তিষ্কে
- হৃৎপিন্ডে
- অস্থিমজ্জাতে
- যকৃতে
6857. স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ্য বয়স্ক মানুষের সিস্টোলিক রক্ত চাপ কত?
- ৮০-৯০ মিলিমিটার
- ৯০-১০২ মিলিমিটার
- ১০০-১৩০ মিলিমিটার
- ১০০-১২০ মিলিমিটার
6858. অধিক মাত্রার কোলেস্টেরোলযুক্ত খাবার কোনটি?
- আম
- দুধ
- ডিমের কুসুম
- পিঠা
6859. রহিমা বেগমের রোগটি প্রতিরোধ করা যায় কীভাবে?
- খাদ্যভ্যাস পরিবর্তন করে
- নিয়মিত ব্যায়াম না করে
- ধূমপান করে
- তেলযুক্ত খাবার গ্রহণ করে
6860. রহিমা বেগমের উক্ত রোগের প্রযোজ্য কারণ-
- অলস জীবনযাপন ও বিমর্ষ থাকা
- ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া
- অধিক শারীরিক পরিশ্রম ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবে-পরিবহণ - এসএসসি-জীববিজ্ঞান-6"