জীবে-পরিবহণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 685
6841. যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিন্ডে ফিরে আসে তাদেরকে কী বলে?
- শিরা
- ধমনি
- কৈশিক জালিকা
- লসিকানালি
6842. মানুষের রক্তের বর্ণহীন তরল অংশে প্রাপ্ত এন্টিবডি হলো-
- A
- b
- a
B,C
6843. প্রস্বেদনের সময় বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হার-
- কমে
- বাড়ে
- একই থাকে
- অল্প বাড়ে
6844. রক্ত সংবহনতন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়?
- দুই
- তিন
- চার
- পাঁচ
6845. মেঘলা দিনে উদ্ভিদের কান্ডে শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে আসে?
- বায়ুমন্ডল ও সালোকসংশ্লেষণ থেকে পরিবহনের মাধ্যমে
- ব্যাপনের মাধ্যমে বায়ুমন্ডল থেকে
- পাতার কোষে সালোকসংশ্লেষণ থেকে
- বায়ুমন্ডল ও সালোকসংশ্লেষণ থেকে ব্যাপনের মাধ্যমে
6846. ধমনির স্ফীতি ও সংকোচনকে কী বলে?
- নাড়ী স্পন্দন
- হৃদস্পন্দন
- শিরাস্পন্দন
- বাহিকাস্পন্দন
6847. নিলয়দ্বয় প্রসারিত হলে ডান নিলয় Co2 সমৃদ্ধ রক্ত কোথায় যায়?
- ফুসফুসে
- যকৃতে
- বৃক্কে
- সারাদেহে
6848. ধমনির প্রাচীর কত স্তর বিশিষ্ট?
- এক
- দুই
- তিন
- চার
6849. প্রতি কিউবিক মিলিমিটার পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
- প্রায় ৫ লক্ষ
- প্রায় ৫০ লক্ষ
- প্রায় ৮ লক্ষ
- প্রায় ৮০ লক্ষ
6850. প্রাপ্ত বয়স্ক একজন মানুষের আদর্শ রক্তচাপের ক্ষেত্রে সঠিক কোনটি?
- ১১০/৭০ মানের কাছাকাছি
- ১২০/৮০ মানের কাছাকাছি
- ১৩০/৯০ মানের কাছাকাছি
- ১৪০/১১০ মানের কাছাকাছি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবে-পরিবহণ - এসএসসি-জীববিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 685"