জীবে-পরিবহণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 682
6811. পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
- সূর্যালোক
- কিউটিকল
- রক্ষীকোষ
- প্যালিসেড কোষ
6812. আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন। এটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
- লোহিত রক্তকণিকা
- শ্বেত রক্তকণিকা
- অণুচক্রিকা
- থ্রম্বোপ্লাস্ট
6813. কোনটি মানুষের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য?
- দ্বি-অবতল নিউক্লিয়াস যুক্ত
- উভয় নিউক্লিয়াস যুক্ত
- দ্বি-অবতল নিউক্লিয়াস বিহীন
- দ্বি-উত্তল নিউক্লিয়াস বিহীন
6814. কোলেস্টরোল কী?
- এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল
- এক ধরনের জৈব এসিড
- স্বাদ বর্ণহিন অ্যামাইনো এসিড
- এক ধরনের পলিমার
6815. উদ্দীপকে উল্লেখিত কোষ-
- একটির সাথে আরেকটি যুক্ত হয়ে জালের মত গঠন সৃষ্টি করে
- দুটোর মাঝখানে চালুনীর ন্যায় অণুপ্রস্থ প্রাচীর থাকে
- শীতকালে এতে ক্যালোজ জমা হয়ে পরিবহন কমায়
A,B,C
6816. উদ্ভিদদেহে পানি এ খনিজ লবণ পরিশোষণ হয় মূলত-
- ব্যাপন চাপ ঘাটতির জন্য
- প্রস্বেদন টান এর জন্য
- মূলজ চাপের জন্য
A,B,C
6817. বাতজ্বর প্রকোপের লক্ষণ হলো-
- ওজন হ্রাস ও এনিমিয়া
- ক্লান্তি ও ক্ষুধামান্দ্য
- অস্থিসন্ধিতে ব্যথা ও ত্বক লালচে হওয়া
A,B,C
6818. উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যতিরেকেই কিছু খনিজ শোষণ করে কোন প্রক্রিয়ায়?
- সক্রিয় শোষণ
- পরোক্ষ শোষণ
- প্রত্যক্ষ শোষণ
- নিস্ক্রিয় শোষণ
6819. উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়ার প্রক্রিয়াটির ফলে-
- মূল থেকে পাতা পর্যন্ত টান সৃষ্টি হয়
- উদ্ভিদ কম পানি ও খনিজ শোষণ করতে পারে
- পাতার মেসোফিলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়
A,C
6820. কোলোস্টেরোলের অন্তর্ভূক্ত-
- Law Density Lipoprotein (L.D.L)
- High Density Lipoprotein (HDL)
- Tricloride
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবে-পরিবহণ - এসএসসি-জীববিজ্ঞান-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 682"