জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 564
5631. ক্রোমোজোম, জিন ইত্যাদি নিচের কোনটির অন্তর্ভুক্ত?
- Morpho logical Material
- Arotomo logical material
- Physio logical material
- Hereditary material
5632. স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?
- XY
- XX
- YZ
- ZX
5633. রং শনাক্তকারী পিগমেন্টের অবস্থান কোথায়?
- অলফ্যাক্টরি স্নায়ুতে
- ট্রাকলিয়ার স্নায়ুতে
- চোখের কোষে
- ভেগাস স্নায়ুতে
5634. উক্ত উপাদানটির রাসায়নিক গঠন হলো –
- DNA
- RNA হিস্টোন ও ননহিস্টোন প্রোটিন
- ফসফরাস
A,B
5635. ডিম্বাণু সৃষ্টির সময় প্রতিটি ডিম্বাণু কী লাভ করে?
- ১টি Y ক্রোমোজোম
- ১টি X ক্রোমোজোম
- ২টি X ক্রোমোজোম
- ২টি Y ক্রোমোজোম
5636. থ্যালাসেমিয়া কিসের বাহক হিসেবে কাজ করে?
- ভাইরাসের
- রক্তের বাহক
- জিনের
- গ্লোবিলিন
5637. DNA-কে ক্রোমোজোমের প্রধান উপাদান বলার কারণ –
- DNA কোষের স্থায়ী পদার্থ
- জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে
- এটি এক হাজার নিউক্লিটাইড সমন্বয়ে গঠিত
A,B
5638. কোন রঙের সর্বজনীন বর্ণান্ধতা বলে?
- লাল-নীল
- লাল-বেগুনি
- লাল-সবুজ
- লাল-আসমানী
5639. বংশগতির প্রধান উপাদান কী?
- ক্রোমোজোম
- নিউক্লিয়াস
- DNA
- RNA
5640. জীবের সকল দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কী?
- জিন
- DNA
- RNA
- অনুলিপন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 564"