জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 560
5591. সর্বপ্রথম DNA কে আবিষ্কার করেন?
- AL Nafis
- Watson
- Miescher
- Sir Marifia
5592. ‘The Origin of Species by Means of Natural Selection’ বইটি কার লেখা?
- চার্লস রবার্ট ডারউইন
- টমাস ম্যালথাস
- উইলিয়াম হার্ভে
- ক্যারোলাস লিনিয়াস
5593. নিষেকে কয়টি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়?
- ২টি
- ৩টি
- ১টি
- ৪টি
5594. সেক্স-ক্রোমোজোমের ক্ষেত্রে –
- ডিম্বাণু শুধু X বহন করে
- শুক্রাণু শুধু Y বহন করে
- ডিম্বাণু ও শুক্রাণু X বহন করে
A,C
5595. DNA-এর বিভিন্ন ব্যান্ড আলাদা করতে কী ব্যবহার করা হয়?
- এগার জেল
- এগারোজ জেল
- স্বচ্ছ জেল
- প্রোটিন জেল
5596. সন্তানের লিঙ্গ নির্ধারিত গ্যামেট হলো –
- হেটারোগ্যামেট
- পিতার গ্যামেট
- মাতার গ্যামেট
A,B
5597. মাতা-পিতার বৈশিষ্ট্যাবলি কীভাবে সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়?
- বংশানুক্রমে
- প্রকৃতিগতভাবে
- প্রযুক্তিগতভাবে
- অনুসরণের মাধ্যমে
5598. প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস কোথায় বসবাস করতেন?
- ব্রুনাই
- ফ্রান্স
- যুক্তরাজ্য
- গ্রিস
5599. কোষের সর্বত্র বিরাজমান থাকে কে?
- DNA
- RNA
- CNA
- TMA
5600. প্রজাতির বৈশিষ্ট্য কীভাবে বজায় থাকে?
- প্রাকৃতিকভাবে
- কৃত্রিমভাবে
- বংশানুক্রেম
- বিভাজনের মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 560"