জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 546
5451. যুক্তধানী শব্দের ইংরেজী প্রতিশব্দ কোনটি?
- Epipetalous
- Syngenesious
- Syncarpous
- Malegamet
5452. উন্নত যেসব উদ্ভিদে দুই ধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়, তাদের কী বলে?
- পরবাসী উদ্ভিদ
- মিথোজীবী উদ্ভিদ
- সহবাসী উদ্ভিদ
- পরভোজী উদ্ভিদ
5453. যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটিই উপস্থিত থাকে তখন তাকে কী বলে?
- সপুষ্পক ফুল
- উভলিঙ্গ ফুল
- একলিঙ্গ ফুল
- ক্লীব ফুল
5454. জাইগোট কোন ধরনের বিভাজনের সাহায্যে একটি নতুন জীবদেহে পরিণত হয়?
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- মিয়োসিস
- দ্বি-বিভাজন
5455. চালতা কোন ফলের উদাহরণ?
- অপ্রকৃত
- প্রকৃত
- গুচ্ছ
- সরল
5456. ফুলের তৃতীয় স্তবক কোনটি?
- পুষ্পাক্ষ
- দলমন্ডল
- বৃতি
- পুংস্তবক
5457. গাছের ছোট একটি শাখায় ফুলগুলো যে বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে কী বলে?
- পুষ্প বিন্যাস
- পুষ্পমঞ্জুরি
- পুষ্পপট
- পুষ্পধার
5458. বৃতির প্রধান কাজ হলো –
- ভিতরের অংশগুলোকে রোদ বৃষ্টি পোকামাকড় হতে রক্ষা করা
- ফুলকে আকর্ষণীয় করা
- পরাগায়নে সাহায্য করা
- নিষেকে সাহায্য করা
5459. পর-পরাগী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
- নতুন চরিত্রের সৃষ্টি
- কম জীবনী শক্তিসম্পন্ন বীজ সৃষ্টি
- প্রজাতির বিশুদ্ধতা রক্ষা
- কম অভিযোজন ক্ষমতাসম্পন্ন
5460. পতঙ্গ দ্বারা পরাগায়ন ঘটে –
- জবা ফুলের
- কুমড়া ফুলের
- পাতাশ্যাওলার
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 546"