জীবের-প্রজনন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 553
5521. প্রায় একই সময় দুটো পুংজনন কোষের একটি ডিম্বাণু ও অপরটি গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হওয়াকে কী বলে?
- নিষেক
- অভিযোজন
- পরাগায়ন
- দ্বি-নিষেক
5522. যে শাখায় ফুলগুলি সজ্জিত থাকে তাকে কী বলে?
- পুষ্পমঞ্জরী
- মঞ্জরিদন্ড
- পুষ্পাক্ষ
- মঞ্জরিপত্র
5523. অন্ত:নিষেক সংঘটিত হয় –
- সাধারণত সঙ্গমের মাধ্যমে
- ডাঙায় বসবাসকারী প্রাণীদের মধ্যে
- জলে বসবাসকারী প্রাণীদের মধ্যে
A,B
5524. উল্লেখিত ফুলটির পরাগায়নের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে –
- ফুলটিতে পরাগায়নের নিশ্চয়তা কম
- ফুলটির প্রজাতির বিশুদ্ধতা কমে যায়
- পরাগরেণু কম লাগে
A,B
5525. ত্রি-নিষেক কীভাবে ঘটে?
- সেকেন্ডারি নিউক্লিয়াস ও একটি পুংগ্যামেটের মিলন
- প্রতিপাদ কোষ ও একটি পুংগ্যামেটের মিলনেএকই সময়ে একটি পুংগ্যামেট
- সেকেন্ডারি নিউক্লিয়াস ও অন্য পুংগ্যামেটের মিলনেসাহায্যকারী কোষ ও একটি পুংগ্যামেটের মিলনে
5526. মিয়োসিসের ফলে ক্রোমোসোমের সংখ্যা –
- হ্রাস পায়
- মাতৃকোষের অর্ধেক হয়ে যায়
- দেহকোষের অর্ধেক হয়ে যায়
A,B
5527. ডিম্বকরন্ধ্রের দিকের কোষ তিনটিকে কী বলে?
- গর্ভযন্ত্র
- গর্ভপত্র
- গর্ভাশয়
- গর্ভমুন্ড
5528. প্রোটোপ্লাজম পূর্ণ কোষকে কী বলা হয়?
- আর্কিস্পোরিয়াম
- মাইক্রোস্পোর
- ম্যাক্রোস্পোর
- অ্যান্টিস্পো
5529. পরাগধানী ও পুংদন্ডের সংযোগকারী অংশকে কী বলে?
- পোলেন
- যুক্তধানী
- গর্ভাশয়
- যোজনী
5530. শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
- প্রকৃত ফল
- অপ্রকৃত ফল
- সরল ফল
- গুচ্ছফল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-প্রজনন - এসএসসি-জীববিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 553"