জীবন-বাঁচাতে-বিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1882
18811. কোনো কারণে রক্তনালিকা বন্ধ হলে কী সমস্যা হয়?
- হার্ট অ্যাটাক
- ডায়রিয়া
- আমাশয়
- ক্যান্সার
18812. মস্তিষ্কের রক্তক্ষরণে করা হয়-
- রক্তচলাচল সঠিক কি না
- হৃদস্পন্দন নিয়মিত কিনা
- টিউমারের অবস্থান
A,B
18813. নিচের কোন পরীক্ষার মাধ্যমে পিত্তথলি ও কিডনির পাথর শনাক্তকরণ করা যায়?
- কেমোথেরাপি
- আল্টাসনোগ্রাফি
- এক্স-রে
- এন্ডোসকপি
18814. মূত্রথলির সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয়?
- এক্সরে
- এন্ডোস্কোপি
- সিটিস্ক্যান
- এমআর আই
18815. * আলট্রাসনোগ্রাফি শরীরের নরম অঙ্গ-সমূহের সমস্যা শনাক্ত করণে ব্যবহৃত হয়- এখানে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়।আলট্রাসনোগ্রাফিতে কোনটি ব্যবহৃত হয়?
- শব্দহরঙ্গ
- আলোক তরঙ্গ
- এক্সরে
- তেজস্ক্রিয় করা
18816. আলট্রাসনোগ্রাফি করা হয়-
- মস্তিষ্ক
- অস্থি
- পিত্তথলি
A,C
18817. সিটিস্ক্যানে কয়টি রশ্মি ছোড়া হয়?
- একটি
- দুটি
- একগুচ্ছ
- পরপর দুটি
18818. এন্ডোস্কোপি দ্বারা নির্ণয় করা হয়-
- গ্যাস্ট্রিক আলসার
- পরিপাকতন্ত্র সমস্যা
- মূত্রনালি সমস্যা
A,B,C
18819. মানব শরীরে এক্সরের প্রভাব হলো-
- শিশুদের প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়
- একই স্থানে বারবার এক্সরে করলে টিউমার হতে পারে
- অতিরিক্ত এক্সরশ্মি জীবকোষ ধ্বংস করে
A,B,C
18820. পেটে প্রচন্ড ব্যাথা হওয়ার ঝুঁকি থাকে কোন পরীক্ষায়?
- ইসিজি
- এন্ডেস্কোপি
- ড্রিলমেশিন
- দূরবীক্ষণযন্ত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-বিজ্ঞান - এসএসসি-সাধারণ বিজ্ঞান-14"