জীবন-বাঁচাতে-বিজ্ঞান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1888
18871. কোন অঙ্গের রক্ত চলাচল সঠিকভাবে চলছে কিনা জানা যায় কোন পরীক্ষায়?
- এনজিওগ্রাম
- এন্ডোস্কোপি
- ইসিজি
- এম আর আই
18872. কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন?
- নিউটন
- আইনস্টাইন
- রনজেন
- বেকেরেল
18873. রেডিও থেরাপি করা হয়-
- ক্যান্সার নির্ণয়ে
- ক্যান্সার নিয়ন্ত্রণে
- টিউমার ধ্বংসে
- হৃদকম্পন নির্ণয়ে
18874. এক্সরে মেশিনে যে কুন্ডলিতে উচ্চ তড়িৎ বিভব প্রয়োগ করা হয় তার নাম কী?
- লোহা
- তামা
- রূপা
- ট্যাংস্টেন
18875. ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
- এমআরআই
- কেমোথেরাপি
- এনজিওগ্রাফি
- আলট্রাসনোগ্রাফি
18876. সিটি স্ক্যানে কোন তরল পদার্থ ব্যবহার করা হয়?
- ডাই
- পানি
- পারদ
- সিরাপ
18877. টিউমারের সঠিক অবস্থান কোনটির মাধ্যমে নির্ণয় করা যায়?
- সিটিস্ক্যান
- এক্সরে
- রেডিওথেরাপি
- এনজাইম
18878. শরীরের কোন রাসায়নিক উপাদান ঠিক আছে কিনা কিসের মাধ্যমে জানা যায়?
- সিটিস্ক্যান
- এম আর আই
- ই.সি.জি
- এন্ডোস্কোপি
18879. কী ধরনের বস্তু এক্সরে শোষণ করে?
- অধাতব বস্তু
- ধাতব বস্তু
- পলিমার
- গ্যাসীয় বস্তু
18880. নিচের কোন পরীক্ষাটি করার সময় রোগীর বুকের ওপর দুটি ধাতব দন্ড সেট করা হয়?
- ইসিজি
- এন্ডোস্কোপি
- সিটিস্ক্যান
- এক্সরে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-বাঁচাতে-বিজ্ঞান - এসএসসি-সাধারণ বিজ্ঞান-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1888"