জীবন-পাঠ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 516
5151. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন?
- অক্সফোর্ড
- স্টামফোর্ড
- নিউইয়র্ক
- ক্যালিফর্নিয়া
5152. ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যঅনর্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে?
- Parasitology
- Entomology
- Microbiology
- Palaeontology
5153. “মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি?
- নীলাভ সবুজ শৈবাল
- শৈবাল
- ছত্রাক
- উদ্ভিদ
5154. জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা নিচের কোনটি?
- জীবপরিসংখ্যান বিদ্যান
- অঙ্গসংস্থান বিদ্যা
- শারীরবিদ্যা
- শ্রেণিবিন্যাস বিদ্যা
A,B
5155. যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে-
- ফাইনজাই
- প্ল্যান্টি
- অ্যানিমেলিয়া
5156. পেশিতে O2, পুষ্টি ও শক্তি যোগায় কোনটি?
- পরিপাকতন্ত্র
- পৌষ্টিকতন্ত্র
- শ্বসনতন্ত্র
- রক্ত সংবহনতন্ত্র
5157. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
- Physiology
- Chemistry
- Biochemistry
- Biotechnology
5158. জীবদেহের নানা অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখার আলোচ্য বিষয়?
- Morphology
- Histology
- Cytology
- Physiology
A,B
5159. ক্যারোলাস লিনিয়াসের আগ্রহ ছিল-
- বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহে
- বিভিন্ন ধরনের ফুল সংগ্রহে
- বিভিন্ন জীবের শ্রেণিবিন্যাসে
5160. দ্বিপদ নামের প্রথম অংশকে কী বলে?
- Class
- Order
- Genus
- Species
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-পাঠ - এসএসসি-জীববিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 516"