জীববিজ্ঞান | জীবন-পাঠ – এসএসসি (ssc)-জীববিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 515
5141. দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কী?
- প্রজাতি
- গণ
- রাজ্য
- শ্রেণি
5142. জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় কোন শাখায় আলোচিত হয়?
- মৌলিক জীববিজ্ঞানে
- ভৌত জীববিজ্ঞানে
- ফলিত জীববিজ্ঞানে
- কৃষিবিজ্ঞানে
5143. আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের নামকরণকৃত প্রজাতির সংখ্যা-
- প্রায় ৫ লক্ষ
- প্রায় ৭ লক্ষ
- প্রায় ৪ লক্ষ
- প্রায় ১৩ লক্ষ
5144. নিচের কোনটি পাটের বৈজ্ঞানিক নাম?
- Oryza sativa
- Corchorus capsularis
- Symphea mouchila
- Mongifiera indica
5145. “শোষণ” পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা?
- মনেরা
- প্রোটিস্টা
- ফানজাই
- প্লানটি
5146. মনেরা জগতের জীব বিশেষ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে?
- রাসায়নিক সংশ্লেষণ
- শোষণ
- ব্যাপন
- অভিস্রবণ
5147. মানুষ ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি আলোচিত হয় কোনটিতে?
- কৃষিবিজ্ঞান
- প্রাণরসায়ন
- চিকিৎসা বিজ্ঞান
- জীবপ্রযু্ক্তি
5148. কোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
- অণুজীববিজ্ঞান
- জীববিজ্ঞান
- মৎসবিজ্ঞান
- মৃত্তিকাবিজ্ঞান
5149. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন?
- 2001
- 2002
- 2003
- 4
5150. দ্বিপদ নামের প্রথম অংশের প্রথম অক্ষর কী রকম হবে?
- বড়
- ছোট
- সর্বদা ছোট
- যে কোনটি
জীববিজ্ঞান | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন পাঠ এসএসসি জীববিজ্ঞান"