জীবন-পাঠ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 512
5111. মাশরুম কোনটির অন্তর্ভুক্ত হবে?
- নমুনা-১
- নমুনা-২
- নমুনা-৩
- নমুনা-৪
5112. কোন বিজ্ঞানী মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেন?
- লিনিয়াস
- কেভলিয়ার স্মিথ
- মারগুলিস
- হুইটেকার
5113. ICZN এর পূর্ণরূপ কী?
- International Code of Zoological Nomenclature
- 1nternational Coade of Zollogical Name
- 1nternational Code of Zoological Number
- 1nternational Code of Zollogical Nomenculture
5114. Biology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত?
- Bio ও logus
- Bios ও logic
- Bious ও logus
- Bios ও logos
5115. জীববিজ্ঞান কোন শাখায় Tissue নিয়ে আলোচনা করা হয়?
- Genetics
- Histology
- Gytology
- Physiology
5116. কোন রাজ্যের জীবগুলো বহুকোষী ফটোসিনথেটিক?
- Animalia
- Plantae
- Monera
- Protista
5117. প্রাণিবিজ্ঞানী মুস্তাফিজুর রহমান একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তিনি এর স্বীকৃতি নিতে কোনটির অনুসরণ করবেন?
- ICBN এর
- 1CZN এর
- 1BCN এর
- 1NCZ এর
5118. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়?
- ভৌত জীববিজ্ঞান
- ফলিত জীববিজ্ঞান
- উদ্ভিদবিজ্ঞান
- প্রাণিবিজ্ঞান
5119. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?
- মনেরা
- প্রোটিস্টা
- প্ল্যান্টি
- ফানজাই
5120. ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?
- শ্বেতসার ও আমিষ
- আমিষ ও স্নেহ পদার্থ
- স্নেহ পদার্থ
- ভিটামিন ও খনিজ পদার্থ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবন-পাঠ - এসএসসি-জীববিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 512"