জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1904
19031. আন্তজার্তিক সমঝোতা চুক্তি কোন আন্তজার্তিক প্রতিষ্ঠান তৈরি করে?
- ইউনেস্কো
- ই্উনিসেফ
- জাতিসংঘ
- ন্যাটো
19032. কীসের মাধ্যমে মাছ অক্সিজেন গ্রহণ করে?
- মুখ
- ফুলকা
- নাক
- ত্বক
19033. কোনটি জলজ উদ্ভিদ?
- শ্যাওলা
- হরতকি
- ক্যাকটাস
- সেগুন
19034. কোনটি নদ-নদীর পানি দূষণের অন্যতম কারণ?
- জমির চাষাবাদ
- শিল্প কারখানার বর্জ্য
- পানিতে অক্সিজেন বৃদ্ধি
- অতিরিক্ত বৃক্ষরোপণ
19035. এরি হ্রদে কোনটির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল?
- নাইট্রেট
- ফসফেট
- সালফেট
- সোডিয়াম ক্লোরাইড
19036. আন্তজার্তিক আইন সমিতির ৫২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ফুকুসিমায়
- ঢাকায়
- নিউইয়র্কে
- হেলসিংকিতে
19037. টিপাই মুখে বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
- পশ্চিমাঞ্চল
- উত্তরাঞ্চল
- দক্ষিণাঞ্চল
- পূর্বাঞ্চল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1904"