জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1903
19021. ভূ-পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা আবৃত?
- 25
- 50
- 75
- 85
19022. মাছ কোন কাজে ফুলকা ব্যবহার করে?
- রক্ত সঞ্চালনে
- শ্বাসকার্য সম্পাদনে
- সাঁতার কাটতে
- খাদ্য পরিপাকে
19023. জাতিসংঘের আন্তজার্তিক আইন কমিশনের তৈরিকৃত চুক্তি কত সালে কনভেনশনরূপে গৃহীত হয়?
- ১৯৯৭ সালে
- ১৯৯৯ সালে
- ১৯৯৬ সালে
- ১৯৯৮ সালে
19024. পানিকে ভালোভাবে ফুটালে জীবাণু-
- মারা মাছ
- বেঁচে থাকে
- ভেসে উঠে
- ডুবে যায়
19025. সীসা যুক্ত পানি পান করলে-
- বিতৃষ্ণাবোধ হয়
- রক্তশূণ্যতা দেখা দেয়
- কিডনী বিকল হতে পারে
A,B,C
19026. পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায় কীভাবে?
- পানির তাপমাত্রা বাড়িয়ে
- পানির তাপমাত্রা কমিয়ে
- পানিতে ফসফরাস যুক্ত করে
- পানিতে জলজ প্রাণীর সংখ্যা বাড়িয়ে
19027. ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন মৌল?
- O
- S
- Hg
- H
19028. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?
- লবণ
- বিশুদ্ধ পানি
- ক্ষার
- সবগুলো
19029. কত সালে রামসার কনভেনশনের সিদ্বান্ত নেওয়া হয়?
- 1972
- 1987
- 1971
- 1871
19030. কোথায় পানি মূলত বরফ আকারে থাকে?
- হিমবাহে
- পুকুরে
- সমুদ্রে
- ঝরণায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1903"