জীবনীশক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 642
6411. কোনটি ছাড়া সবাত শ্বসন অসম্ভব?
- CO2
- O2
- H2O
- H2
6412. ক্রেবস চক্রে মোট উৎপাদিত ATP এর পরিমাণ –
- ১৮টি
- ২২টি
- ২০টি
- ২৪টি
6413. ১ অণু NADH2 = ?
- ২ অণু ATP
- ২ অণু ATP
- ৪ অণু ATP
- ৫ অণু ATP
6414. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকের ক্ষেত্রে বলা যায় –
- কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোকসংশ্রেষণ চলতে পারে না
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে
- ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
A,B,C
6415. আলোকশক্তি গ্রহণে সক্ষম –
- প্লাস্টিড
- ক্লোরোফিল
- জ্যান্থোফিল
- ফাইকোবিলিন
6416. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
- মাইটোকন্ড্রিয়ায়
- সাইটোপ্লাজমে
- লিপিড
- কোষহ্বরে
6417. C4 গতিপথের আর এক নাম কী?
- ক্যালভিন চক্র
- বেনসন চক্র
- ক্রেব চক্র
- হ্যাচ ও স্ল্যাক চক্র
6418. সবুজ উদ্ভিদে কার্বন বিজারণের গতি পথ হলো –
- ক্যালভিন চক্র
- হ্যাচ ও স্ল্যাক চক্র
- ফ্রেসুলেসিয়ান এসিড বিপাক
A,B,C
6419. শ্বসনের বাহ্যিক প্রভাবক –
- তাপমাত্রা
- খাদ্যদ্রব্য
- কোষের বয়স
- অজৈব লবণ
6420. কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?
- জলজ উদ্বিধ
- স্থলজ উদ্ভিদ
- মরুজ উদ্ভিদ
- লবণাক্ত উদ্ভিদ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনীশক্তি - এসএসসি-জীববিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 642"