জীনতত্ত্ব-ও-বিবর্তন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 489
4881. বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণগুলো কত শ্রেণিতে বিভক্ত?
- 8
- 9
- 10
- 11
4882. প্রাণীর নির্ধারিত হয় সেক্স ক্রোমোজোম দ্বারা। কিন্তু সকল প্রাণীর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এক রকম নয়। মূলত দুধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখা যায়। প্রথম পদ্ধতি একটি বিশেষ ক্রোমোজোমের উপস্থিতিতে পুরুষ প্রাণী পাওয়া যায় এবং দ্বিতীয় পদ্ধতি অনুসারে পুরুষ প্রাণীতে উক্ত ক্রোমোজোমটি অনুপস্থিত থাকে।প্রথম পদ্ধতি অনুসারে লিঙ্গ নির্ধারত হয় কোনটিতে?
- ঘাস ফড়িং
- গান্ধিপোকা
- ড্রোসোফিলা
- আরশোলা
4883. দ্বিতীয় পদ্ধতি অনুসারে পুরুষ জীবে-
- দুধরনের গ্যামিট উৎপন্ন হয়
- Y’ ক্রোমোজোম অনুপস্থিত থাকে
- O’ নামক ক্রোমোজোম থাকে
A,B
4884. লাল ফুলবিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদের সাথে সাদা ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদের সংকরায়নে গোলাপি বর্ণের ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যায়।উক্ত ঘটনার নাম কী?
- সম-প্রকটতা
- অসম্পূর্ণ প্রকটতা
- দ্বৈত প্রচ্ছন্ন
- পরিপূরক ক্রিয়া
4885. এ ঘটনার কারণে-
- মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত ১:২:১ হয়
- প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে আংশিকভাবে দমন করে
- প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে দমন করতে ব্যর্থ হয়
A,B
4886. ইংরেজ প্রকৃতিবিদ কে?
- ল্যামার্ক
- চার্লস ডারউইন
- ড্য ভ্রিস
- অগাস্ট ভাইসম্যান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জীনতত্ত্ব-ও-বিবর্তন - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 489"