জীনতত্ত্ব-ও-বিবর্তন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 487
4861. ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের কার্যক্রমে বাধা দিলে-
- ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ১৩:৩ হয়
- ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ৯:৭ হয়
- দ্বৈত প্রচ্ছন্ন এপিট্যাসিস সংঘটিত হয়
B,C
4862. ক্রোমোসোমের নির্দিষ্ট জিন নির্দিষ্ট স্থানে থাকার অবস্থানকে কী বলে?
- ফ্যাক্টর
- লোকাস
- অ্যালীল
- জিনোটাইপ
4863. বিবর্তনের চাবিকাঠি কোনটি?
- প্রকরণ
- ল্যামার্ক
- ডারউইন
- মেন্ডেল
4864. ABO রক্তগ্রুপ জিনের কয়টি অ্যালীল থাকে?
- ২টি
- ৩টি
- ১টি
- ৬টি
4865. ডাইনোসরের বিস্তার ছিল কোন মহাকালে?
- সিনোজয়িক
- মেসোজয়িক
- প্যালিওজয়িক
- প্রোটেরোজয়িক
4866. জৈব বিবর্তনে ডারউইনের তত্ত্বটির নাম কী?
- ল্যামার্কিজম
- ডারউইনবাদ
- বিবর্তনবাদ
- অভিব্যক্তি
4867. সংযোগকারী জীব কোনটি?
- আর্কিওপটেরিক্স
- ইকুয়াস
- প্লিওহিস্পাস
- প্লাটিপাস
4868. AB ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এ ব্লাড গ্রুপে-
- a ও b অ্যান্টিবডি থাকে
- A ও B অ্যান্টিজেন থাকে
- অ্যান্টিবডি অনুপস্থিত
B,C
4869. হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে?
- জিনোম
- অ্যালিলোমর্ফ
- অ্যালিল
- জিনোটাইপ
4870. মেন্ডেলের গবেষণা ফলাফল কী শিরোনামে প্রকাশিত হয়?
- Exper1ments on herb hybr1d1zat1on
- Exper1ments on pea hybr1d1zat1on
- Exper1ments on plant hybr1d1zat1on
- Exper1ments on tree hybr1d1zat1on
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জীনতত্ত্ব-ও-বিবর্তন - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 487"