জীনতত্ত্ব-ও-বিবর্তন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 484
4831. মেন্ডেলর মৃত্যুর কত বছর পর তার পরীক্ষাগুলো পুন:আবিষ্কৃত হয়?
- ১০ বছর
- ২০ বছর
- ৩০ বছর
- ৩৫ বছর
4832. ল্যামার্কের কোন সূত্র দুটির কোনো প্রমাণ পাওয়া যায় না?
- ১ম-২য়
- ২য়-৩য়
- ৩য়-৪র্থ
- ৪র্থ-১ম
4833. সমসংস্থ অঙ্গ হলো-
- পাখির ডানা
- মানুষের হাত
- কবুতরের ডানা
A,B
4834. কোনটি সংযোগকারী জীবাশ্মের উদাহরণ?
- ইকুয়াস
- আর্কিওপটেরিক্স
- প্লিওহিস্পাস
- মেরিচিস্পাস
4835. জিনতত্ত্ব ডারউইনের মতবাদকে নতুনরূপে সংজ্ঞায়িত করে যেটি নব্য ডারউইনবাদ নামে পরিচিত। নব্য-ডারউইনবাদের মধ্যে উল্লেখ্য হলেন-
- ভাইজম্যান
- হাক্সলি
- কিংগার
A,B
4836. যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কী বলে?
- এপিস্ট্যাটিক
- এপিস্ট্যাটিস
- হাইপোস্ট্যাটিক
- দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস
4837. জার্মপ্লাজম-সোমোটোপ্লাজম কার তত্ত্ব?
- ডারউইন
- ল্যামার্ক
- হেকেল
- ভাইজম্যান
4838. পাইরেনিজ এর বাস্ক এ Rh-�এর বৈশিষ্ট্য কত % থাকে?
- 0.15
- 0.84
- ২৫-৩৫%
- ১৮-৩০%
4839. মানুষের সেমিলিথাল জিনের প্রভাব হলো –
- রেটিনোব্ল্যাস্টোমা
- গয়টার
- হিমোফিলিয়া
A,C
4840. মেন্ডেলের পিতা কী ছিলেন?
- ধর্মযাজক
- প্রকৃতিবিজ্ঞানী
- শিক্ষক
- কৃষক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জীনতত্ত্ব-ও-বিবর্তন - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 484"