জীনতত্ত্ব-ও-বিবর্তন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 482
4811. কোনটি বংশগত রোগ নয়?
- ডায়াবেটিস
- ডায়রিয়া
- হিমোফিলিয়া
- বর্ণান্ধতা
4812. স্তন্য প্রায়ীর দেহে কোন হরমোন পাওয়া যায়?
- ট্রিপসিন
- জাইলেজ
- থাইরয়েড
- প্রোটিয়েজ
4813. ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কতটি?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
4814. জিনতত্ত্বের জনক কে?
- উইলিয়াম বেটসন
- গ্রেগর জোহান মেন্ডেল
- ব্যাপটিস্ট ল্যামার্ক
- অগাস্ট ভাইজম্যান
4815. পৃথক পৃথক গবেষণায় মেন্ডেলের অনুরূপ ফলাফল পুনঃআবিষ্কার করেন –
- হল্যান্ডের দ্য ভ্রিস
- জার্মানির করেন্স
- অস্ট্রেলিয়ার শেরমার্ক
A,B,C
4816. ঘোড়ার আদি পুরুষ কোনটি?
- ইয়োহিস্পাস
- প্লিওহিস্পাস
- মেরিচিস্পাস
- মেসোহিস্পাস
4817. Rh ফ্যাক্টর পরীক্ষা করা হয় কোন দুইটি প্রাণীর উপর?
- বানর ও খরগোশ
- খরগোশ ও গিনিপপ
- গিনিপপ ও মটরশুঁটি
- বানর ও গিনিপপ
4818. মানবদেহে কতকগুলো পেশি প্রোটিন বিদ্যমান?
- 2000
- 3000
- 4000
- 5000
4819. জিনের হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয় তাকে কী বলে?
- লিথাল জিন
- এপিস্ট্যাটিস জিন
- হাইপোস্ট্যাটিস জিন
- বাধন জিন
4820. আর্কিওপটেরিক্স সরীসৃপ এর বৈশিষ্ট্য হলো-
- এদের চোয়াল দাঁতযুক্ত
- এরা ডানা বিশিষ্ট
- এদের শুষ্ক আঁশযুক্ত দেহ
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "জীনতত্ত্ব-ও-বিবর্তন - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 482"