📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

জিম্যাট (GMAT) কি, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশান টেস্ট (Graduate Management Admission Test) সংক্ষেপে জিম্যাট

জিম্যাট (GMAT)

জিম্যাট হল বিশ্বের নামী-দামি ব্যবসায় প্রশাসন ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় গুলোতে গ্র্যাজুয়েট বিশেষ করে এম.বি.এ –তে ভর্তির জন্য সর্বজন গৃহীত একটি প্রোগ্রাম। এর পুরোনাম বা পুর্ণরূপ হলো গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশান টেস্ট (Graduate Management Admission Test) সংক্ষেপে জিম্যাট (GMAT)। এটি হচ্ছে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশান কাউন্সিলের একটি রেজিস্টারকৃত ট্রেডমার্ক এডুকেশনাল ব্র্যান্ড।

জিম্যাট এর অফিসিয়াল ওয়েবসাইট- www.mba.com

পরীক্ষার ধরন ও সময়সীমা:

জিম্যাট পরীক্ষা ৪ ভাগে বিভক্ত। পুরো পরীক্ষা হয় তিন ঘণ্টার তবে বিরতি সহ মোট চার ঘণ্টা সময় লাগে।

বিভাগ সময় প্রশ্ন সংখ্যা
এনালিটিকাল রাইটিং এসেসমেন্ট ৩০
ইন্টিগ্রেটেড রিজনিং ৩০ ১২
কোয়ানটিটেটিভ ৭৫ ৩৭
ভারবাল ৭৫ ৪১

 

এনালিটিকাল রাইটিং এসেসমেন্টঃ

এই বিভাগে প্রার্থীর যুক্তি বিশ্লেষণ ক্ষমতা যাচাই করা হয়। প্রার্থীকে যুক্তি বিশ্লেষণ পূর্বক একটি সমালোচনামূলক প্রবন্ধ লিখতে হয়। এই প্রবন্ধকে ২ টি স্বাধীন রেটিং দেয়া হয়। একটি কম্পিউটারাইজড রেটিং অন্যটি ম্যানুয়াল রেটিং। দুই রেটিং এর এভারেজ নিয়ে প্রার্থীর এনালিটিকাল রাইটিং এসেসমেন্টের নম্বর নির্ধারিত হয়। যদি দুই রেটিং-এর মান এ ১ পয়েন্টের পার্থক্য হয় সেক্ষেত্রে কোন দক্ষ পরীক্ষক দ্বারা পুনরায় উত্তর পরীক্ষা করিয়ে পার্থক্য দূর করা হয়। এনালিটিকাল রাইটিং এসেসমেন্টে ১-৬ পয়েন্টের স্কেলে গ্রেড প্রদান করা হয়।

ইন্টিগ্রেটেড রিজনিং

এই বিভাগে প্রার্থীর তথ্য মূল্যায়নের সক্ষমতা যাচাই করা হয়। এখানে ৪ টি ফরম্যাটে মোট ১২ টি প্রশ্ন থাকে।

  • গ্রাফিকাল ইন্টারপ্রিটেসন
  • টু পার্ট এনালাইসিস
  • টেবিল এনালাইসিস
  • মাল্টিসোর্স এনালাইসিস

ইন্টিগ্রেটেড রিজনিং এ ১-৮ পয়েন্টের স্কেলে গ্রেড প্রদান করা হয়।

কোয়ানটিটেটিভ সেকশনঃ

কোয়ানটিটেটিভ সেকশন এ প্রার্থীর পরিমাণগত যৌক্তিকতার জ্ঞান যাচাই করা হয়। এজন্য প্রার্থীর বীজগণিত, পাটিগণিত, জ্যামিতির উপর ভাল দক্ষতা থাকা চাই। এখানে দুই ধরনের প্রশ্ন দেয়া হয়।

  • প্রবলেম সলভিং অ্যাবিলিটি
  • ডেটা সাফিসিয়েন্সি

প্রবলেম সলভিং অ্যাবিলিটি প্রশ্নতে প্রার্থীর গাণিতিক জ্ঞান যাচাই করা হয়। ডেটা সাফিসিয়েন্সি প্রশ্নে তথ্যের প্রাসঙ্গিকতার সাথে সাথে কোন সমস্যার সমাধানে তথ্য পর্যাপ্ত কিনা তা দেখা হয়।

ভারবাল সেকশনঃ

এ অংশে প্রার্থীর কোন লিখিত প্রবন্ধ বোঝার ক্ষমতা এবং কোন ভুল প্রবন্ধ সঠিকভাবে লেখার সক্ষমতা যাচাই করা হয়। প্রশ্নের ধরন-

  • রিডিং কম্প্রিহেনশান
  • ক্রিটিকাল রিজনিং
  • সেন্টেন্স কারেকশান

রিডিং কম্প্রিহেনশান প্রশ্ন যে কোন বিষয়ে এবং এক অনুচ্ছেদ থেকে কয়েক অনুচ্ছেদ দীর্ঘ হতে পারে। এখানে যুক্তি দাড় করানো, যুক্তি প্রণয়ন ও পরিকল্পনা মূল্যায়ন দক্ষতা দেখা হয়।

 

বাংলাদেশে জিম্যাট এর পরীক্ষা কেন্দ্র 

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অফ বাংলাদেশ

হাউস# ৮৩/বি রোড#৪

কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩

পরীক্ষার সময়ঃ

সোমবার- শুক্রবার, সপ্তাহে ৫ দিনে এবং প্রতিদিন দুইটি সেশনে পরীক্ষা নেয়া হয়।

নোটঃ ৩১ দিনের মধ্যে ১ বারের বেশি পরীক্ষা দেয়া যায় না এবং বছরে সর্বোচ্চ ৫ বার পরীক্ষা দেয়া যায়।

 

রেজিস্ট্রেশন ও পেমেন্ট সিস্টেমঃ

রেজিস্ট্রেশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তাছাড়া অ্যামেরিকান সেন্টার থেকেও সংগ্রহ করা যাবে।

ঠিকানা-

অ্যামেরিকান সেন্টার

অ্যামেরিকান দূতাবাস

হাউস#১১, রোড#২৭ বনানী, ঢাকা-১২১৩

ফোন -(৮৮০)(২) ৮৮৩৭১৫০-৪

ফ্যাক্স- (৮৮)(২) ৯৮৮১৬৭৭

ই-মেইল – dhakapa@state.gov

রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ফরমটি ২৫০ ডলারের ব্যাংক ড্রাফটের সাথে নিচের ঠিকানায় পাঠাতে হবে।

Pearson-VUE

Attention, GMAT Programme

P.O Box-581907

Minneapolis, MN, 55458-1907, USA

অথবা

জিম্যাট ঢাকা সেন্টারের থেকে চেক সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে পাঠান যায়।

জিম্যাট ঢাকা সেন্টারের ঠিকানা

হাউস# ৮৩/বি রোড#৪

কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩

 

জিম্যাট পরীক্ষার খরচসমূহ

টেস্ট $২৫০
রি-শিডিউলিং ফী $৫০
ক্যান্সেলেশন ফী $৮০
স্কোর রিপোর্ট ফী $২৮

রি-শিডিউলিং এর ক্ষেত্রে পরীক্ষার ৭ দিন আগে জানাতে হবে। ক্যান্সেলেশন রিফান্ড পেতে হলে পরীক্ষার ৭ দিন আগে ক্যান্সেল করতে হবে। ৭ দিন পার হলে কোন  রিফান্ড পাওয়া যাবে না। ফোন কল করে ক্যান্সেল করলে ১০ দলার অতিরিক্ত চার্জ করা হবে।

 

পেমেন্টের ধরনঃ

  • ক্রেডিট কার্ড ( visa, Master card, American Express, JCB)
  • ডেবিট কার্ড (visa, Master card)

মেইল ফর্মঃ

  • ক্যাশিয়ার চেক
  • মানি অর্ডার
  • পার্সোনাল চেক

জিম্যাট এর বৈশিষ্ট্যঃ

  • এটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা।
  • জিম্যাট পরীক্ষা হয় computer Adaptive Test বা CAT পদ্ধতিতে। এ পদ্ধতিতে একজন প্রার্থীর প্রশ্নের উত্তরের ভিত্তিতে পরবর্তী প্রশ্নের ধরন নির্ভর করে। যেমন কোন প্রার্থী যদি কোন প্রশ্নের ভুল উত্তর দেয় তাহলে পরবর্তী প্রশ্নটি সহজ হবে। আবার প্রশ্নের উত্তর সহজ হলে পরবর্তী প্রশ্ন কঠিন হবে।
  • জিম্যাট পরীক্ষার মোট নম্বর হচ্ছে ২০০-৮০০ এর মধ্যে এবং কোয়ানটিটেটিভ ও ভারবাল বিভাগের নম্বর এক সাথে বিবেচনা করা হয়। এনালিটিকাল রাইটিং এসেসমেন্টের ও ইন্টিগ্রেটেড রিজনিং বিভাগের নম্বর মোট নম্বরেরে সাথে বিবেচনা করা হয় না। এ দুই বিভাগ ভিন্ন ভাবে বিবেচনা করা হয়। মোট নম্বর ১০ করে বৃদ্ধি করা হয়। যেমন- ৫৫০,৫৬০,৫৭০।

জিম্যাট পরীক্ষার বিভিন্ন অংশ

  • এনালিটিকাল রাইটিং এসেসমেন্ট
  • ইন্টিগ্রেটেড রিজনিং
  • কোয়ানটিটেটিভ
  • ভারবাল

এনালিটিকাল রাইটিং এসেসমেন্টঃ

এ অংশে একটি সমস্যা দেয়া হয়। সমস্যাটির সমালোচনা লিখতে বলা হয়। সমস্যাটির পেছনের কারণগুলো কতটুকু যৌক্তিকভাবে সবল, সমস্যার কারণগুলো বিশ্লেষণ এবং প্রামাণ্য যৌক্তিক দলিলগুলো উপস্থাপন করতে বলা হয়।

ইন্টিগ্রেটেড রিজনিং

এই বিভাগে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্য বিভিন্ন নমুনায় উপস্থাপন করে তা মূল্যায়ন করতে বলা হয়। এখানে দেখা হয় একজন পরীক্ষার্থী একটি সমস্যা সমাধানে কিভাবে বিভিন্ন তথ্য একীভূত করে কাজে লাগাতে পারে। গ্রাফিক্স, সংখ্যা, লেখা ইত্যাদির মাধ্যমে উপস্থাপিত তথ্যগুলো সমন্বয় করা, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যগুলো মূল্যায়ন করা, বহুবিধ এবং সম্পর্কিত সমস্যাগুলো সমাধানে তথ্যগুলো সাজানো ইত্যাদি দক্ষতা দেখা হয়।

কোয়ানটিটেটিভ সেকশনঃ

এখানে প্রার্থীর যৌক্তিক দক্ষতা ব্যবহার করে তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতা যাচাই করা হয়। এ পর্যায়ে দুই ধরনের প্রশ্ন দেয়া থাকে।

  • লজিকাল কনক্লুসান
  • ডেটা সাফিসিয়েন্সি

ভারবাল সেকশনঃ

জিম্যাট শুধু গাণিতিক অংশ যাচাই করে না সাথে সাথে প্রার্থীর কোন প্রবন্ধ পড়ার ও বোঝার ক্ষমতা, ভাষাগত ভুল সংশোধন করে শুদ্ধ ইংরেজীতে লেখার ক্ষমতা যাচাই করা হয়। এখানে তিন ধরনের প্রশ্ন দেয়া হয়।

  • রিডিং কম্প্রিহেনসান
  • ক্রিটিকাল রিজনিং
  • সেনটেন্স কারেকসান

জিম্যাট প্রস্তুতির প্রয়োজনীয় বইঃ

  • জিম্যাট হ্যন্ড বুক।
  • অফিসিয়াল বুক ফর জিম্যাট রিভিউ ২০১৬।
  • ফ্রি জিম্যাট প্রেপ সফটওয়্যার।
  • আই আর প্রেপ টুল।
  • প্রিন্সটন রিভিউ ক্রেকিং দ্যা জিম্যাট।
  • কাপলান জিম্যাট মেথ ওয়ার্ক বুক।
  • সাইফুরস জিম্যাট সেনটেন্স কারেকসান।
  • সাইফুরস ক্রিটিকাল রিজনিং।
  • সাইফুরস রিডিং কম্প্রিহেনসান।
  • সাইফুরস জিম্যাট মেথ টেকনিক।
  • সাইফুরস জিম্যাট বিগ বুক।
  • সাইফুরস জিম্যাট এসে।

আরো দেখুন: বিদেশে উচ্চ শিক্ষা

   
   

0 responses on "জিম্যাট (GMAT) কি, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশান টেস্ট (Graduate Management Admission Test) সংক্ষেপে জিম্যাট"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved