জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিতে সম্পৃক্ত থাকায় শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোফসেনা ত্বাকিয়া নামে এক শিক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে সহযোগিতা করায় সাহেদ ইসলাম ওরফে আল-আমিন নামে এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন বোর্ডের মিটিংয়ের পর এক জরুরি সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্টার আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, ভর্তি জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া অধিকতর তদন্তের জন্য অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ত্বাকিয়াকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে এক বছর ক্লাস করার পর বিভাগীয় সভাপতির সন্দেহের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে ত্বাকিয়ার জালিয়াতির এটি ধরা পড়ে।

ত্বাকিয়া জানান, আল-আমিন তার কাছ থেকে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি বাবদ ৪ লাখ ২০ হাজার টাকা দাবি করে ও বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নেয়। আল-আমিন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪২তম ব্যাচের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।

 

 

আরো পড়ুন:

ভর্তি না হয়েও ১ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছে, ভর্তি জালিয়াতির স্বীকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যালয়ে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহবান

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline