জাল বা ছেঁড়া টাকা এটিএম বুথ থেকে পেলে কি করবেন?
জাল টাকা পাওয়া যাচ্ছে এখন হরহামেশা। কে, কখন, কোথায়, কিভাবে নকল টাকার পাল্লায় পড়ে যাবেন তা জানেন না কেউই। বর্তমানি এটিএম বুথ থেকে্ও জাল টাকা পাওয়া যাচ্ছে। আজ জানাবো এটিএম বুথ থেকেই জাল টাকা পেলে কি করবেন।
জাল বা নকল টাকা যদি আপনার হাতে আসে তবে তা দিয়ে কিছুই করা যায় না। উপরন্তু না বুঝে লেনদেন করলে বিপদে পড়তে পারেন। সুতরাং সাবধানের মার নেই।কোন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে না হয় বুঝে দেখে নিলেন। কিন্তু মেশিন থেকেই যদি আপনাকে নকল টাকা দেয়া হয়!!!
আজ জানবো এটিএম বুথ থেকে নকল টাকা দেয়া হলে করনীয় সম্পর্কে।
- প্রথমেই জাল টাকার এটি তাৎক্ষণিকভাবে এটিএম বুথে থাকা গার্ডকে অবহিত কর
- এবার গার্ডকে বলে সেখানে থাকা রেজিস্টার্ড বইতে নকল টাকা পাওয়ার সময় এবং এটি বিস্তারিত লিখুন।
- এবার আলাদা একটি কাগজে আপনি এই বুথেই যে নকল টাকা পেয়েছেন তা লিখে গার্ডকে দিয়ে সই করিয়ে নিন।
- এরপর নিকটবর্তী থানায় গিয়ে কোন বুথে পাওয়া গেছে নকল টাকা সে বিষয়ে লিখিত অভিযোগ কর
- এরপর সংশ্লিষ্ট ব্যাংকে যান এবং তাদেরকে নকল টাকা দেখিয়ে টাকায় জাল নোট এই সিল লাগিয়ে নিন এবং আলাদা রসিদ বইতে লিখিয়ে নিন।ব্যাংক সব কিছু দেখে নকল টাকার বিপরীতে একটি আসল টাকার নোট দিবে।
1 responses on "জাল বা ছেঁড়া টাকা এটিএম বুথ থেকে পেলে কি করবেন?"