এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 167
1661. অভাব কী?
- কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা
- যে জিনিস নেই তা পাবার তীব্র আশা
- যা চাইলেও পাওয়া যায় না
- যা পেতে আশা প্রকাশ করা হয়
1662. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি তার সম্পদ কীভাবে ভোগ করতে পারে?
- নিয়মের মধ্যে ভোগ এবং বিক্রি করতে পারে
- স্বাধীনভাবে ভোগ এবং হস্তান্তর করতে পারে
- ভোগ করতে পারবে তবে হস্তান্তর করতে পারবে না
- কেবল হস্তান্তর করতে পারে
1663. সম্পদ হিসেবে নিজস্ব দক্ষতা, প্রতিভা এগুলো –
- সহজে হস্তান্তর করা যায়
- হস্তান্তরযোগ্য নয়
- সকলের মাঝেই পাওয়া যায়
- উপরের সবগুলো
1664. সমষ্টিগত সম্পদ কাকে বলে?
- যে সম্পদ একজনে ব্যবহার করে
- যে সম্পদ পরিবারের সকলে ভোগ করে
- সমাজের সকলে সম্মিলিতভাবে যেসব সম্পদ ভোগ করে
- যে সম্পদের মালিক সকলে
1665. পাকিস্তান আমলে কোন ব্যবস্থা বিলুপ্ত হয়?
- সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
- ধনতান্ত্রিক ব্যবস্থা
- জমিদারি প্রথা
- নবাবি প্রথা
1666. দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ একটি ক্ষুদ্র অংশের হাতে কেন্দ্রিভূত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়?
- সামন্ততান্ত্রিক
- সমাজতান্ত্রিক
- ইসলামিক
- ধনতান্ত্রিক
1667. প্রাচীন বাংলা এবং ব্রিটিশ আমলেও এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ছিল –
- সামন্ততান্ত্রিক
- ভূ-স্বামীকেন্দ্রিক
- ধনতান্ত্রিক
- একটিও নয়
A,B
1668. ইসলামী অর্থব্যবস্থায় অর্থনৈতিক এবং অন্যান্য সকল কার্যাবলি কীভাবে পরিচালিত হয়?
- শরীয়তের বিধান অনুযায়ী
- একটি কেন্দ্রীয় পরিকল্পনার আওতায়
- পুঁজিবাদীদের ইচ্ছা অনুযায়ী
- শ্রমিকদের প্রয়োজন অনুসারে
1669. সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত –
- কোন সম্পদ কোথায় কী অবস্থায় আছে তার খোঁজখবর রাখা
- সম্পদের কোনোরকম ক্ষতি হলে তা দূর করা
- সম্পদ নষ্ট হলে যথাযথভাবে পূরণ করার ব্যবস্থা করা
- উপরের সবগুলো
A,B,C
1670. স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়?
- সমাজতান্ত্রিক
- ধনতান্ত্রিক
- সামন্ত্রতান্ত্রিক
- ইসলামী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
সাধারণ জ্ঞান “বাংলাদেশের সংবিধান ও সংসদ”
বিসিএস প্রিলিমিনারি “নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন “
বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি “কৃষিজ সম্পদ”
0 responses on ""জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 167"