🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি কৃষিজ সম্পদ

মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ

বাংলাদেশ VAT-এর হার ১৫%। কর ২ প্রকার : ক) প্রত্যক্ষ কর ও খ) পরোক্ষ কর।

বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত  বাজেট ৪৫টি। (২০১৫ সাল)
বাংলাদেশে অর্থবছর ধরা হয় ১লা জুলাই থেকে ৩০ জুন।

বাংলাদেশে প্রথম বাজেট পাশ হয় ৩০ জুন ১৯৭২ সালে।
সবচেয়ে বেশি বাজেট পাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ; প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।
রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেছেন ১ জন (রাষ্ট্রপতি জিয়াউর রহমান)।
আয়-ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেট দুই প্রকার : ক) উদ্বৃত্ত বাজেট ও খ) ঘাটতি বাজেট।
বাংলাদেশের বাজেট -ঘাটতি বাজেট।
বাজেটের দুটি অংশ : ক) রাজস্ব বাজেট ও খ) উন্নয়ন বাজেট।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজেট ৩টি।
রাষ্ট্রপতি শাসিত সরকারের আমলে বাজেট ৭টি।
মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাশ হয় ১০ জুলাই ১৯৯১ সালে।
সরকারের মোট আয়ের ৮০ শতাংশের বেশি আসে রাজস্ব অায় থেকে।
রাজস্ব আদায়ে খাতভিত্তিক  সবচেয়ে বেশি অবদান আয়করের (৩২%),
২য় সর্বোচ্চ অবদান মূল্য সংযোজন করের (২৫%)।
সরকারের ব্যয় ২ ধরণের : ক) উন্নয়ন ব্যয় ও খ) অনুন্নয়ন ব্যয়।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটঃ

২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ১৩১৪ মার্কিন ডলার
বর্তমানে করমুক্ত আয়সীমা ২,৫০,০০০ টাকা।
২০১৫-১৬ অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি ৬.৫২%
ক্রয়ক্ষমতার ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬ তম (নমিনাল মূল্যের ভিত্তিতে ৫৮ তম)

মোট বাজেট দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। (২০১৫)

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা

[গত ২০১৪-১৫ অর্থবছরে বাজেটের আকার ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। আর জিডিপি প্রবৃদ্ধির (মোট দেশজ উৎপাদন) লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৩ শতাংশ]

বাংলাদেশে দুই ধরনের মুদ্রাব্যবস্থা প্রচলিত আছে, ধাতব মুদ্রা ও কাগুজে নোট। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র সরকারি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের (SPCBL) অধিনে (শিমুলতলী, গাজীপুর) কাগুজে নোট গুলো মুদ্রিত হয়। নোট গুলো প্রচলন করে বাংলাদেশ ব্যাংক। ১০ টাকার নোট SPCBL কর্তৃক মুদ্রিত প্রথম নোট। নারায়ণগঞ্জে অবস্থিত জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, বাংলাদেশের প্রথম বেসরকারি সিকিউরিটি প্রিন্টিং প্রতিষ্ঠান। ১ টাকা এবং ১০০ টাকার নোট এ দেশে প্রথম মুদ্রিত নোট। বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে জি মুস্তফা। বর্তমানে নয়টি(৯) কাগুজে নোট এবং তিনটি(৩) ধাতব মুদ্রা চালু আছে।

 

অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ এবং ২০১৪ : উল্লেখযোগ্য কিছু বিষয়

১.মোট জনসংখ্যাঃ ১৫ কোটি ৭৯ লাখ
২.জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬%
৩. পুরুষ-নারী অনুপাতঃ ১০৪.৯:১০০
৫. জনসংখ্যার ঘনত্বঃ ১০৩৫ জন ( প্রতি বর্গমিটারে )
৬.প্রত্যাশিত গড় আয়ুষ্কালঃ ৭০. ৭বছর; পুরুষ – ৬৯.৯ বছর  নারী -৭১.৫বছর
৭. সাক্ষরতার হার(৭বছর+): ৬২.৩%
৮. কৃষিতে খাতে নিয়োজিত শ্রমিক: ৪৫.১%
৯. দারিদ্র্যের উর্ধ্বসীমা(%) জাতীয়: ৩১.৫%,
১০. দারিদ্র্যের নিম্নসীমা(%) ১৭.৬%
১১. চলতি মূল্যে মাথাপিছু আর্ন :১৩১৪ মার্কিন ডলার
১২.জাতীয় সঞ্চয়: ২৯.০১%
১৩. রপ্তানি আর্ন : ২২, ৯০৫ মিলিয়ন মার্কিন ডলার
১৪.বৈদেশিক মুদ্রার মজুদ> ২৪,১৪১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশ ব্যাংকের মতে > ২৫,০০০ মিলিয়ন মার্কিন ডলার)
১৫. প্রবাসীদের প্রেরিত অর্থ: ১২,৫৫২ মিলিয়ন মার্কিন ডলার((বাংলাদেশ ব্যাংকের মতে >১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার)
১৬, মোট তফসিলি ব্যাংক: ৫৬টি
১৭. মূল্যস্ফীতি : ৬.৪৬%

অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ :

১. জনসংখ্যা ( ২০১৩-২০১৪ সাময়িক প্রাক্কলন):১৫ কোটি ৫৮ লাখ
জনসংখ্যা ( ২০১১ শুমারি) ১৪ কোটি ৯৭ লাক ৭০ হাজার
২. জনসংখ্যা বৃদ্ধির হার :১.৩৭ %
৩.পুরুষ: মহিলা: ১০০.৩:১০০
৪ জনসংখ্যার ঘনত্ব : ১০১৫ জন/কি.মি
৫. স্থূল জন্মহার ( প্রতি ১০০০ জনে) : ১৯.২ জন
৬. স্থুল মৃত্যুহার : ৫.৫ জন
৭. শিশু মৃত্যুহার [ একছরের কমবয়সী( প্রতি হাজার জীবিত জন্মে)]: ৩৫ জন
৮.মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার: ২.১১ জন
৯. গর্ভনিরোধক ব্যবহারের হার : ৫৮. ৪%
১০. গড় আয়ুষ্কাল : ৬৯ বছর; পুরুষ>৬৭.৯ ও মহিলা>৭০.৩ বছর
১১.প্রথম বিবাহে গড় বয়স: পুরুষ ২৪.৯ বছর মহিলা ১৮.৬ বছর
১২.সাক্ষরতার হার ( ৭ বছর+) : ৫৭.৯% পুরুষ ৬১.১% মহিলা ৫৪.৮%
১৩. চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়: ৯২,৫১০টাকা বা ১,১৯০ মার্কিন ডলার
১৪. চলতি মূল্যে মাথাপিছু জিডিপি :৮৬,৭৩১ টাকা বা ১১১৫ মার্কিন ডলার
১৫. সরকারি হাসপাতালে শয্যাপ্রতি জনসংখ্যা ১৮৬০ জন
১৬. ডাক্তার প্রতি জনসংখ্যা : ২,৮৬০ জন
১৭. মোট শ্রমশক্তি (১৫+) : ৫.৪১ কোটি, পুরুষ- ৩.৭৯ কোটি, মহিলা- ১.৬২ কোটি
১৮. সর্বাধিক শ্রমশক্তি নিয়োজিত : কৃষিখাতে, মোট শ্রমশক্তির ৪৭.৩০%
১৯. দারিদ্র্যের উধ্বসীমা : ৩১.৫০% জাতীয়
২০. দারিদ্র্যের নিম্নসীমা : ১৭.৬০% জাতীয়
২১. মোট ব্যাংক : ৫৬ টি, ব্যাংক বহিভুত প্রতিষ্ঠান : ৩১ টি (ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত)
২২. জাতীয় মহাসড়ক : ৩,৫৩৮ কিলোমিটার
২৩. আঞ্চলিক মহাসড়ক : ৪,২৭৮ কিলোমিটার
২৪. রেলপথ : ২,৮৮৭ কিলোমিটার

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি কৃষিজ সম্পদ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved