জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১০ মে) ঢাকাসহ জেলায় জেলায় মানববন্ধন করেছেন শিক্ষকরা। ১০টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পেনশন ব্যবস্থা চালু, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটি অন্যতম আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, শিক্ষক-কর্মচারী।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পেনশন চালুকরণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতাসহ ১১ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তাদের এই আন্দোলনে কোন মহল অপতৎপরতা চালালে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
আরো বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়কবৃন্দ প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মো: আজিজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, যুগ্ন আহ্বায়কবৃন্দ সর্বজনাব, অধ্যক্ষ মো: ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, বিলকিস জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, মো: মহসীন রেজা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি,অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি, ইয়াদ আলী খান, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি, মো: হাবিবুর রহমান হাবিব, সভাপতি, বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারি ফেডারেশন, মো: ফখরুদ্দীন জিগার, সভাপতি, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারি ফেডারেশন, সদস্যবৃন্দ, অধ্যক্ষ আবু বকর চৌধুরী, সভাপতি ঢাকা মহানগর বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মো: শাহে আলম, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, অধ্যাপক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মো: আনসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারি ফেডারেশন।
মানব বন্ধন কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক জনাব আবু সালে মো: ফেরদৌস খানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরো পড়ুন:
0 responses on "জাতীয়করণের ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন"