
সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণসহ বেতন স্কেল ও অন্যান্য সব সুবিধার দাবিতে আন্দোলনে যাবেন।
জাতীয়করণের দাবিতে আন্দোলন কর্মসূচি দেবেন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা টিচার্স সোসাইটির ব্যানারে ইতিমধ্যে জেলা ও উপজেলায় জনসংযোগ শুরু করেছেন শিক্ষক নেতারা। দাবি আদায়ে প্রথমে সরকারের সঙ্গে আলোচনা, মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা টিচার্স সোসাইটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দল হামিদ খান বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণসহ বেতন স্কেল ও অন্যান্য সব সুবিধা দিতে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আগামী এক মাসের মধ্যে দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবো। তবে কর্মসূচি ঘোষণার আগে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসবো।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা টিচার্স সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আ.ন.ম. রেজাউল করিম দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থাকায় আমাদের ন্যায্য দাবি হতে বঞ্চিত হচ্ছি। দাবি আদায়ে ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সভা করছি। এরপর আমরা ঢাকা মানববন্ধন করবো। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে স্মারকলিপি দিবো।
শিক্ষক নেতারা জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বর্তমানে যে পরিমান বেতন-ভাতা পেয়ে থাকেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা একই পাঠ্যবই শিক্ষাদানসহ অতিরিক্ত ধর্মীয় শিক্ষাদান করেও চার ভাগের এক ভাগ বেতন ভাতা পেয়ে থাকেন। এতে তাদের জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো উপবৃত্তি ও টিফিন ভাতা পান না।তাদের জন্য পিটিআই ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন স্কেল দেয়া হয় না। নীতিমালা প্রণয়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা।
আরো পড়ুন: