“জাতিসংঘ ও বাংলাদেশ” এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন – 154

অণুজীব

“জাতিসংঘ ও বাংলাদেশ” এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন – 154

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 154

1531. কোন দেশে একটি সড়কের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক?

  1. সিয়েরালিওন
  2. আইভরিকোস্ট
  3. উগান্ডা
  4. ভারত

1532. সিডও সনদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো –

  1. নারী ও পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে তৈরি
  2. নারীর মানবাধিকারের এটি উল্লেখ আছে
  3. নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে
  4. নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে না

1533. কোনটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ?

  1. মানবাধিকার
  2. সেক্রেটারিয়েট
  3. সদর দপ্তর
  4. কার্যকরী সভা

1534. জাতিসংঘ বাংলাদেশের নিকট শান্তি রক্ষার জন্য সৈন্য চাইল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন সৈন্য পাঠানোর অনুকূলে ছিল না। ফলে সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বেশ অসুবিধায় পড়ে।জাতিসংঘ বাংলাদেশের নিকট সৈন্য চাইল কেন?

  1. বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সুবিধা দানের জন্য
  2. জাতিসংঘের কোনো নিজস্ব সৈন্য বাহিনী নেই বলে
  3. বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষিত করার জন্য
  4. জাতিসংঘের নিজস্ব বাহিনী যথেষ্ট ছিল না বলে

1535. উপর্যুক্ত পরিস্থিতিতে জাতিসংঘের সনদ অনুযায়ী –

  1. বাংলাদেশ সৈন্য পাঠাতে বাধ্য
  2. সৈন্য পাঠানোর এটি বাংলাদেশের ইচ্ছাধীন
  3. সৈন্য না পাঠানো শাস্তিযোগ্য অপরাধ
  4. বাংলাদেশ জরিমানা দিতে বাধ্য

1536. পৃথিবীতে কয়টি বড় যুদ্ধ হয়েছে?

  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি

1537. ১৯৪৮ সালে জাতিসংঘ কী ঘোষণা করে?

  1. মানবাধিকার দলিল
  2. নারী চিত্রের বিশ্বরূপ
  3. নারীর অধিকার ঘোষণাপত্র
  4. মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র

1538. প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কোন সংগঠনের জন্ম হয়?

  1. ওআইসি
  2. ন্যাম
  3. লীগ অব নেশনস
  4. ইউনাইটেড নেশনস

1539. বাংলাদেশ কীভাবে জাতিসংঘে অবদান রাখছে?

  1. প্রাকৃতিক সম্পদ দিয়ে
  2. বিশাল জনগোষ্ঠী দিয়ে
  3. প্রযুক্তি দিয়ে
  4. শান্তিরক্ষী বাহিনী দিয়ে

1540. কোন দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের সাফল্য জাতিসংঘে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করেছে?

  1. আমেরিকার
  2. এশিয়ার
  3. আফ্রিকার
  4. মধ্যপ্রাচ্যের

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

আরো দেখুন:

আন্তর্জাতিক চুক্তি ও সনদসমূহ

এস.এস.সি  বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট

 

 

 

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline