| চুক্তির নাম | চুক্তি সম্পাদনের সময় | পক্ষ সমূহ |
| প্রথম ভার্সাই সন্ধি | ১৭৮০ | যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। |
| দ্বিতীয় ভার্সাই সন্ধি | ১৯১৯ | প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী। |
| আটলান্টিক সনদ | ১৯৪১ | যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। |
| এ্যান্টার্কটিকা চুক্তি | — | যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স। |
| প্যারিস চুক্তি | ১৮১৪ | ফ্রান্স ও ব্রিটেন। |
| তাসখন্দ চুক্তি | ১০ জানুয়ারী, ১৯৬৬ | ভারত ও পাকিস্তান |
| জর্ডান-ইসরাইল শান্তি চুক্তি | ২৬ অক্টোবর, ১৯৯৪ | জর্ডান ও ইসরাইল |
| বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি | ১৯ মার্চ, ১৯৭২ | বাংলাদেশ ও ভারত |
| ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি | ৯ আগস্ট, ১৯৭১ | ভারত ও সোভিয়েত ইউনিয়ন |
| সিমলা চুক্তি | ০৩ জুলাই, ১৯৭২ | ভারত ও পাকিস্তান |
| প্যারিস শান্তি চুক্তি | ১৯৭৩ | যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম |
| ক্যাম্প ডেভিড চুক্তি | ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ | ইসরাইল ও মিশর |
| ভারত-শ্রিলংকা শান্তি চুক্তি | ২৯ জুলাই, ১৯৮৭ | ভারত ও শ্রিলংকা |
| ডেটন চুক্তি | ২১ নভেম্বর, ১৯৯৫ | বসনিয়া হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া ও সার্বিয়া |
| ম্যাসট্রিচট চুক্তি | ১৯৯২ | ইউরোপীয় ইউনিয়ন |
| জেনেভা কনভেনশন | ১২ আগষ্ট, ১৯৪৯ | — |
| জেনেভা চুক্তি | ২০ জুলাই, ১৯৫৪ | ভিয়েতনাম ও ফ্রান্স |
| মলোটভ রিবেন থ্রোপ | ১৯৩৯ | স্ট্যালিন ও হিটলার |
| হাভানা সনদ | ১৯৫৭ | ৫৪ টি দেশ |
| আনজুস চুক্তি | ১৯৫১ | অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র |
| এনপিটি চুক্তি | ১৯৬৮ | ১৭০ টি দেশ |
| সিটিবিটি চুক্তি | ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ | ৫টি শক্তিধর রাষ্ট্র। |
| সল্ট-১ | ২৭ মে, ১৯৭২ | যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন |
| সল্ট-২ | ১৮ জুন, ১৯৭৯ | যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন |
| সল্ট-২ | ১৮ জুন, ১৯৭৯ | যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন |
| স্টার্ট-২ | ৩ জানুয়ারী, ১৯৯৩ | যুক্তরাষ্ট্র ও রাশিয়া |
| মহাশূন্য চুক্তি | ১০ অক্টোবর, ১৯৬৭ | প্রায় ১০০ টি দেশ। |
| নাফটা চুক্তি | ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩ | যুক্তরাষ্ট্র ও কানাডা |
| নানকিং চুক্তি | ১৮৪২ | ব্রিটেন ও চীন |
আন্তর্জাতিক চুক্তি
১ম ভার্সাই চুক্তি
- সাল- ১৭৮০
- সম্পাদনের স্থান- ফ্রা্ন্সের ভার্সাই শহর
- সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-বৃটেন
- বিষয়- আমেরিকার স্বাধীনতা
২য় ভার্সাই চুক্তি
- সাল- ১৯১৯
- সম্পাদনের স্থান- ফ্রান্সের ভার্সাই শহর
ডেটন চুক্তি
- সাল- ১৯৪৫
- সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন বিমান ঘাঁটি
- সংশ্লিষ্ট দেশ- বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়া
- বিষয়- বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান
আটলান্টিক সনদ
- সাল-১৯৪১
- সম্পাদনের স্থান- আটলান্টিক মহাসাগর
- জাহাজ- প্রিন্সেস অব ওয়েলস
- সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য/ ইংল্যান্ড
- বিষয়- জাতিসংঘ গঠনের প্রথম ধাপ
মানবাধিকার চুক্তি
- সাল- ১৯৪৮
জেনেভা কনভেনশন
- সাল- ১৯৪৯
- সম্পাদনের স্থান- সুইজারল্যান্ডের জেনেভা
- সংশ্লিষ্ট দেশ- ৫৮টি
- বিষয়- যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের ন্যায়বিচারের জন্য আচরণবিধি
তাসখন্দ চক্তি
- সাল- ১৯৬৬
- সম্পাদনের স্থান- উজবেকিস্তানের তাসখন্দ
- সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান
- বিষয়- কাশ্মীর যুদ্ধের অবসান
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি
- সাল- ১৯৬৮
সিমলা চুক্তি
- সাল- ১৯৭২
- সম্পাদনের স্থান- ভারতের হিমাচল প্রদেশের সিমলা
- সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান
প্যারিস চুক্তি
- সাল- ১৯৭৩
- সম্পাদনের স্থান- ফ্রান্সের প্যারিস
- বিষয়- ভিয়েতনাম যুদ্ধের অবসান
ক্যাম্প ডেভিড চুক্তি
- সাল- ১৯৭৮
- সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের ক্যাম্প ডেভিড
ম্যাসট্রিক্ট চুক্তি
- সাল- ১৯৯২
- সম্পাদনের স্থান- নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট
- সংশ্লিষ্ট দেশ- ১২টি ইউরোপীয় দেশ
- বিষয়- অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন
পিএলও-ইসরায়ের স্বায়ত্ত্বশাসন চুক্তি
- সাল- ১৯৯৩
গঙ্গার পানি বণ্টন চুক্তি
- সাল- ১৯৯৬
- সম্পাদনের স্থান- নয়াদিল্লীর হায়দ্রাবাদ
- ৩০ বছর মেয়াদী
CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty)
- সাল- ১৯৯৬
পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি
- সাল- ১৯৯৬
- সংশ্লিষ্ট দেশ- ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও বৃটেন
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি
- সাল- ১৯৯৭
কিয়োটো বিশ্ব উষ্ণতা রোধচুক্তি
- সাল- ১৯৯৭
- সম্পাদনের স্থান- জাপানের কিয়োটো
- যুক্তরাষ্ট্র এই চুক্তি প্রত্যাখ্যান করেছে
- বিষয়- বিশ্ব পরিবেশ রক্ষা
অটোয়া চক্তি/ স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি
- সাল- ১৯৯৭
- সম্পাদনের স্থান- কানাডার কিয়োটো
| ১ | ‘নিরাপদ করিডোর’ চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়? | ৫ অক্টোবর, ১৯৯৯ । |
| ২ | ‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি স্বাক্ষরিত হয়? | ১৯৩৯ সালে । |
| ৩ | ‘মলোটভ রিবেন থ্রোপ’ হলো? | স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি । |
| ৪ | ‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়? | ২৩ অক্টোবর, ৯৮ (হোয়াইট হাউজ)। |
| ৫ | আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? | ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। |
| ৬ | আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? | ১৪ আগস্ট, ১৯৪১ সালে। |
| ৭ | আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে কে স্বাক্ষর করেন? | উইনস্টর চার্চিল। |
| ৮ | আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন? | ফ্রাংকলিন র্বজভেল্ট। |
| ৯ | আটলান্টিক সনদের মূল লক্ষ্য কি ছিল? | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা। |
| ১০ | আনজুস চুক্তি উদ্দেশ্য কি? | প্রশন্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা |
| ১১ | আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? | অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড । |
| ১২ | আনজুস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ১৪ সেপ্টম্বর, ১৯৫১ । |
| ১৩ | আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত? | প্রথম ভার্সাই চুক্তি। |
| ১৪ | ইরান রাশিয়া পারমানবিক চুক্তি কবে স্বাক্ষর করে? | ২৫ ডিসেম্বর, ২০০২ । |
| ১৫ | ইরানী পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে? | নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)। |
| ১৬ | উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ১০ জুলাই, ১৯৯৮। |
| ১৭ | এ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয়? | যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স । |
| ১৮ | এ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য কি? | এ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা । |
| ১৯ | এনপিটি চুক্তি কবে কার্যকর হয়? | ১৯৭০ সালে। |
| ২০ | এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ১৯৬৮ সালে । |
| ২১ | এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? | ১৭০ টি। |
| ২২ | এনপিটি চুক্তির উদ্দেশ্য কি? | পারমানবিক অস্ত্র বিস্তার রোধ । |
| ২৩ | কোন কোন দেশ এখনও সিটিবিটি অনুমোদন করেনি? | রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। |
| ২৪ | কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয়? | চেনজেন চুক্তি |
| ২৫ | ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত? | যুক্তরাষ্ট্রে। |
| ২৬ | ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া কি ছিল? | মিশরকে আরব লীগ ও ওআই সি থেকে বহিস্কার। |
| ২৭ | ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন? | সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। |
| ২৮ | ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য কি ছিল? | মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন। |
| ২৯ | কয়টি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয়? | ১৫৮ টি। |
| ৩০ | কয়টি দেশ সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয়? | ৩ টি, ভুটান, লিবিয়া ও ভারত। |
| ৩১ | গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন করা হয়? | ১২ ডিসেম্বর, ১৯৯৬, বেলা ১১-৫৫ মিনিট। |
| ৩২ | গঙ্গার পানি বণ্টন চুক্তি কেন করা হয়? | গঙ্গার পানির ন্যায্য বণ্টনের জন্য। |
| ### | গঙ্গার পানি বণ্টন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? | নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে। |
| ৩৪ | গঙ্গার পানি বণ্টন চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরতি হয়? | বাংলাদেশ ও ভারতের মধ্যে। |
| ৩৫ | গঙ্গার পানি বণ্টন চুক্তি কত বছরের জন্য করা হয়? | ৩০ বছরের জন্য। |
| ### | গঙ্গার পানি বণ্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ১২ ডিসেম্বর, ১৯৯৬। |
| ৩৭ | গঙ্গার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করেন? | প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
| ### | গঙ্গার পানি বণ্টন চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? | ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। |
| ৩৯ | জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ কয়টি? | ৫টি। |
| ৪০ | জেনেভা কনভেনশনের লক্ষ্য কি? | যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ। |
| ৪১ | জেনেভা চুক্তির ফলাফল কি ছিল? | ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন। |
| ৪২ | ডেটন কি? | ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র। |
| ৪৩ | ডেটন চুক্তির ফলে কি ঘটে? | বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান। |
| ৪৪ | তাসখন্দ চুক্তির লক্ষ্য কি ছিল? | ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান। |
| ৪৫ | দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল? | জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়। |
| ৪৬ | দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? | জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা। |
| ৪৭ | দ্বিতীয় ভার্সাই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? | প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে। |
| ৪৮ | দ্বিতীয় ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? | ফ্রান্সের ভার্সাই নগরীতে। |
| ৪৯ | দ্বিতীয় ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ২৮ জুলাই ১৯১৯ সালে। |
| ৫০ | দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কী? | জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। |
| ৫১ | দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? | জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা। |
| ৫২ | প্রথম ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ১৭৮০ সালে। |
| ৫৩ | প্রথম ভার্সাই চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? | ব্রিটেন ও আমেরিকা। |
| ৫৪ | প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল? | আমেরিকার স্বাধীনতা অর্জন। |
| ৫৫ | ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে? | ভারত ও ইসরাইল। |
| ৫৬ | ফ্যালকন চুক্তি হলো? | ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি । |
| ৫৭ | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? | ১৯ মার্চ, ১৯৭২। |
| ৫৮ | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? | বাংলাদেশ ও ভারত। |
| ৫৯ | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করেন? | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। |
| ৬০ | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? | শ্রীমতি ইন্দিরা গান্ধী। |
| ৬১ | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ কবে শেষ হয়? | ১৯ মার্চ, ১৯৯৭। |
| ৬২ | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ ছিল কত বছর? | ২৫ বছর। |
| ### | বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির লক্ষ্য কী ছিল? | পঁচিশ বছরব্যাপী মৈত্রী, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি। |
| ৬৪ | বর্তমানে পারমানবিক অস্ত্র ও চুল্লীর অধিকারী দেশ কয়টি? | ৪৪ টি। |
| ৬৫ | বৃহৎ শক্তিধর ৫টি দেশ কবে সিটিবিটি | তে স্বাক্ষর করে? |
| ### | লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে? | ৬ জানুয়ারী, ২০০৪। |
| ৬৭ | শিমলা কোথায় অবস্থিত? | ভারতে। |
| ### | শিমলা চুক্তির উদ্দেশ্য কি? | প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। |
| ৬৯ | সিটিবিটি চুক্তির লক্ষ্য কি ছিল? | পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। |
| ৭০ | সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ কবে অনুমোদন করে? | ১০ সেপ্টেম্বর, ১৯৯৬। |
| ৭১ | সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে কোন দেশ? | অস্ট্রেলিয়া। |
| ৭২ | সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন? | জুলফিকার আলী ভুট্টা। |
| ৭৩ | সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? | শ্রীমতি ইন্দিরা গান্ধী। |
| ৭৪ | স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কবে থেকে কার্যকর হয়? | ১৯৯৯ সাল। |
| ৭৫ | সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য কি? | এ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকরণ। |
| ৭৬ | সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য কি? | আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরণ । |
| ৭৭ | হাভানা সনদে কতটি দেশ স্বাক্ষর করে? | ৫টি দেশ । |
| ৭৮ | হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি? | বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা । |