জনসংখ্যা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2105
21041. বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো-
- কর্মক্ষম পুরুষের মৃত্যুহার বেশি
- বয়সের প্রাধান্য যেখানে প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল
- ৬০ হতে ৯০+ লোকের সংখ্যার মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি
B,C
21042. উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে?
- বৃদ্ধিরত
- স্থিতিশীল
- হ্রাসরত
- অস্থিতিশীল
21043. উনিশতত সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অবস্থাকে বলে-
- প্রাথমিক পর্যায়
- মাধ্যমিক পর্যায়
- সাম্প্রতিক পর্যায়
- প্রাচীন পর্যায়
21044. মাসুম গত পনের বছর অস্ট্রেলিয়ায় বসবাস করছে। তাহলে-
- মাসুম অস্ট্রেলিয়া প্রবাসী
- মাসুমের প্রবসন দেশ অস্ট্রেলিয়া
- মাসুম বাংলাদেশের অভিবাসী
21045. জনসংখ্যা বর্তমানে কিরূপ সমস্যা?
- স্থানীয়
- আঞ্চলিক
- রাষ্ট্রীয়
- বিশ্বব্যাপী
21046. জনসংখ্যার সঠিক তথ্য আহরণে কয়টি বিষয় পর্যালোচনা করতে হয়?
- তিনটি
- চারটি
- দুইটি
- পাঁচটি
21047. জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের প্রভাষক হল-
- প্রাকৃতিক প্রভাবক 2. অর্থনৈতিক প্রভাবক 3. অপ্রাকৃতিক প্রভাবক
A,B
21048. ১৮৫০-১৯৫০ এই শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কেমন?
- চার গুণ
- তিন গুণ
- দ্বিগুণ
- কোনোটিই নয়
21049. জনসংখ্যার পিরামিড দেখানো হয়-
- নারী-পুরুষ বয়সভিত্তিক বিন্যাস 2. জনসংখ্যার পরিমাণ 3. জন্ম ও মৃত্যুহার
21050. কত সালে কৃষিক্ষেত্রে বিপ্লব সাধিত হয়?
- ১৬০০ সালে
- ১৬৫০ সালে
- ১৮৫০ সালে
- ১৮৫০ সালের পর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জনসংখ্যা - এসএসসি-ভুগোল ও পরিবেশ-7"