জনসংখ্যা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2103
21021. নিচের উদ্দীপকটি পড় এবং পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
- ইউএনএফপিএ জরিপে উঠে আসে, পৃথিবীতে প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উৎপাদনযোগ্য ভূমি হ্রাস পাচ্ছে, খাবার পানির অভাব দেখা দিচ্ছে। সম্পদের স্বল্পতা দেখা দিচ্ছে যার কারণে জাতীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে।পৃথিবীর ৭০% পানি। কিন্তু এর মধ্যে আমাদের খাবার অর্থাৎ স্বাধু পানির পরিমাণ কত?
21022. জনসংখ্যার ঘনত্বের তারতম্য নির্ভর করে কোনটির ওপর?
- প্রাকৃতিক নিয়ামক 2. রাজনৈতিক নিয়ামক 3. সামাজিক পরিবেশ
A,B,C
21023. প্রতিদিন উৎপাদনযোগ্য ভূমি কমে যাচ্ছে কেন?
- জনসংখ্যার স্থিতির জন্য
- পানি বৃদ্ধি পাওয়ার জন্য
- জনবসতি বৃদ্ধির জন্য
- কোনোটিই নয়
21024. যে জমি মানুষের কাজে লাগে, মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে, সে জমিকে বলে-
21025. পৃথিবীর স্থলভাগের প্রায় অর্ধেক অংশে জনসংখ্যা বসতির শতকরা পরিমাণ কত?
- 0.44
- 0.103
- 0.23
- 0.05
21026. কোনটি জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক নিয়ামক নয়?
- নদী
- শিল্পকারখানা
- পাহাড়
- জলবায়ু
21027. পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল কখন?
- ১৬৫৫ সালের দিকে
- ১১০৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত
- খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত
- ১৬৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত
21028. ১৬৫০ থেকে ১৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-
- প্রাথমিক পর্যায়
- মাধ্যমিক পর্যায়
- সাম্প্রতিক পর্যায়
- আধুনিক পর্যায়
21029. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ-
- শিল্পায়ন ও নগরায়ন 2. সহজ ও সুলভ পরিবহন 3. মনোরম পরিবেশ
A,B
21030. কোনটি ছাড়া উন্নয়ন সম্ভব নয়?
- জনসংখ্যা
- অর্থনৈতিক কর্মকান্ড
- জনসংখ্যা বন্টন
- পরিমিত শ্রমশক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জনসংখ্যা - এসএসসি-ভুগোল ও পরিবেশ-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2103"