জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে সাতাশটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। এবার ‘এ’ ইউনিটের অধিনে বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ বিভিন্ন বিভাগে ৭’শ ৯৭টি আসনের বিপরীতে ৫৯ হাজার ৪’শ ৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেছে। এতে দেখা যায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৫ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহন করবে।
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
এছাড়া পরীক্ষার্থীদের হাফ শার্ট ও স্যান্ডেল পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য।
তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারীর ব্যবস্থা থাকবে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট পাওয়া যাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে।
আরো পড়ুন:
0 responses on "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর"