পদার্থ বিজ্ঞান | চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2405
24041. বিদ্যুৎ মানুষকে শক করে কারণ মানবদেহ –
- তড়িৎ অপরিবাহী
- তড়িৎ পরিবাহী
- তড়িৎ কুপরিবাহী
- তড়িৎ অর্ধপরিবাহী
24042. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে?
- পরিবাহী
- অপরিবাহী
- অর্ধপরিবাহী
- কুপরিবাহী
24043. ধনাত্মক আধানগ্রস্ত পাতে ঋণাত্মক আধান প্রবেশের ফলে কী ঘটে?
- ধনাত্মক আধান বৃদ্ধি পায়
- ঋণাত্মক আধান বৃদ্ধি পায়
- নিষ্ক্রিয়ে হয়
- সবগুলো
24044. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলে লোডশেডিং বলে
- উপকেন্দ্রগুলো জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে
- উৎপাদনের তুলনায় চাহিদা কম হলে লোডশেডিং হয়
A,B
24045. কোন বর্তনীতে তিনটি সমান ক্ষমতাবিশিষ্ট বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলে, এদের থেকে আলো পাওয়ার ব্যাপারে কোনটি সঠিক?
- প্রথম ও তৃতীয় বাল্ব সমান আলো দেবে
- বাল্বগুলোর আলো বিভিন্ন হবে
- শুধু প্রথম বাল্বই জ্বলবে
- তিনটি বাল্বই সমান আলো দেবে
24046. তড়িচ্চালক শক্তির একক কোনটি?
- ভোল্ট
- কুলম্ব
- জুল
- অ্যাম্পিয়ার
24047. সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রত্যেক তড়িৎ উপকরণ –
- সমান ভোল্টেজ সরবরাহ করে
- সমান প্রবাহ গ্রহণ করে
- ভিন্ন ভিন্ন প্রবাহ গ্রহণ করে
A,C
24048. বর্তনীতে ব্যবহৃত রোধক কয় প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
24049. উচ্চ রোধকত্ব বিশিষ্ট পদার্থ ব্যবহার করা হয় –
- বৈদ্যুতিক কেটলিতে পানি খুব দ্রুত গরম করতে
- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে
- তড়িৎবাহী তারে
A,B
24050. একটি পরিবাহীর রোধ 20 ওহম এবং প্রবাহমাত্রা 0.5 অ্যাম্পিয়ার হলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে?
- 40 Volt
- 30 Volt
- 20 Volt
- 10 Volt
পদার্থ বিজ্ঞান | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল-তড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান"