চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2402
24011. V বিভব পার্থক্য সম্পন্ন কোন পরিবাহীর মধ্য দিয়ে Q আধান প্রবাহিত হলে কৃতকাজ কত হবে?
- V/Q
- VQ
- Q/V
- 1/VQ
24012. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে
- ধাতব তারের মধ্যে ইলেকট্রন থাকে
- বৈদ্যুতিক সংযোগে ধাতব তার ব্যবহৃত হয়
A,B,C
24013. তড়িৎ শক্তির ব্যবহার বিপজ্জনক হওয়ার কারণ –
- অন্তরকের ক্ষতিসাধন
- ক্যাবলের অতি উত্তপ্ত হওয়া
- আর্দ্র অবস্থা
A,B,C
24014. তাপমাত্রা বাড়লে নিচের কোন পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়?
- তামা
- রূপা
- সিলিকন
- অ্যালুমিনিয়াম
24015. পিক আওয়ারে কোনটির ব্যবহার ঝুকিপূর্ণ নয়?
- ফ্রিজ
- ইস্ত্রি
- মোটর
- পাখা
24016. বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য কমপক্ষে কয়টি তার দরকার?
- চারটি
- তিনটি
- দুইটি
- একটি
24017. 1C আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কৃতকাজকে কী বলে?
- তড়িৎক্ষেত্র
- তড়িৎপ্রবাহ
- তড়িৎপ্রাবল্য
- তড়িচ্চালক শক্তি
24018. পূর্বের ধারণা অনুযায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় কোনটির প্রবাহের ফলে?
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
- ইলেকট্রন অথবা প্রোটন
24019. নিচের তথ্যগুলি লক্ষ কর:
- গ্যালভানোমিটারের বিক্ষেপ তড়িৎ প্রবাহের সৃষ্টি নির্দেশ করে
- গতিশীল আধান কর্তৃক চল তড়িৎ উৎপন্ন হয়
- গ্যালভানোমিটারের কাঁটা ক্ষণিকের জন্য বিক্ষিপ্ত হয়ে পরক্ষণেই পূর্বের অবস্থায় ফিরে আসে
A,B,C
24020. বাড়িতে তড়িৎ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা –
- সার্কিট ব্রেকার
- ফিউজ
- ভূ-সংযোগ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল-তড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2402"