চল তড়িৎ|চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2401
24001. বৈদ্যুতিক বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য 5V হলে তার মধ্য দিয়ে কী পরিমাণ শক্তি রূপান্তরিত হবে?
- 10 J
- 5 J
- .20 J
- .25 J
24002. পরিমাপ করা যায় –
- ভোল্টমিটার দিয়ে বিভব
- ভোল্টমিটার দিয়ে রোধ
- ভোল্টমিটার দিয়ে তড়িচ্চালক শক্তি
A,C
24003. বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরিত অংশ কেমন থাকা ভাল?
- ভেজা
- শুষ্ক
- আর্দ্র
- সবগুলো
24004. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি?
- তামা
- রূপা
- টাংস্টেন
- নাইক্রোম
24005. শর্ট সার্কিট সৃষ্টির ফলে কী হয়?
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়
- বিদ্যুৎ প্রবাহ শুরু হয়
- বিদ্যুৎ প্রবাহ স্থির থাকে
- বিদ্যুৎ প্রবাহ কমে যায়
24006. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- ভূ-সংযোগ তার নিম্নরোধ বিশিষ্ট
- নিরপেক্ষ তারের বিভব শূন্য
- থ্রি-পিন প্লাগে ফিউজ ব্যবহৃত হয়
A,B,C
24007. তড়িৎ শক্তির ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক?
- W = V/It
- W = I2Rt
- W = I2/Rt
- W = V2R/t
24008. রোধের বিপরীত রাশি কী?
- বিভবান্তর
- পরিবাহকত্ব
- পরিবাহিতা
- তড়িৎ প্রবাহ
24009. নিরাপদে বিদ্যুৎ ব্যবহারে লক্ষ রাখতে হবে –
- বৈদ্যুতিক পাখার মোটর গলে গেলে জীবন্ত ও নিরপেক্ষ তার একত্রিত হয়ে যায়
- সকেটে মাল্টিপ্লাগ ব্যবহার করলে ক্যাবল উত্তপ্ত হতে পারে
- ভেজা হাত দ্বারা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক
B,C
24010. পরিবাহীর রোধ শুধুমাত্র এর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে যখন –
- একই উপাদান থাকে
- তাপমাত্রা স্থির থাকে
- চাপ স্থির থাকে
A,B
চল তড়িৎ | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল তড়িৎ এসএসসি পদার্থ বিজ্ঞান"