চল-তড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2398
23971. স্থির তড়িতের ক্ষেত্রে আধান –
- চলাচল করতে পারে
- চলাচল করতে পারে না
- স্থির থাকে
B,C
23972. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? kWh এককে –
- 0.9
- 90
- 9
- 900
23973. নিচের কোনটির মাধ্যমে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়?
- ভোল্টমিটার
- অ্যামিটার
- গ্যালভানোমিটার
- সবগুলো
23974. 40 ওয়াটের একটি বাল্ব কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
- 25 ঘন্টা
- 10 ঘন্টা
- 40 ঘন্টা
- 2.5 ঘন্টা
23975. স্থির মানের রোধকের ক্ষেত্রে –
- রোধকের মান নির্দিষ্ট
- এদেরকে রিওস্টেট বলা হয়
- এদের মান প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায় না
B,C
23976. এক কুলম্ব আধানকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে কী বলে?
- তাড়িত ক্ষমতা
- তাড়িত শক্তি
- তড়িচ্চালক শক্তি
- আপেক্ষিক রোধ
23977. রোধকের ক্ষেত্রে নিচের তথ্যগুলো লক্ষ কর:
- রোধের SI একক ও’ম
- নির্দিষ্ট মানের রোধবিশিষ্ট পরিবাহীই রোধক
- রোধক তিন প্রকার
A,B
23978. কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ চলার একাধিক পথ থাকে?
- শ্রেণি
- সমান্তরাল
- উভয়ই
- সকল বর্তনী
23979. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে?
- কাঠ
- কাগজ
- রাবার
- পানি
23980. নিচের কোনটির রোধকত্ব সবচেয়ে বেশি?
- রূপা
- তামা
- টাংস্টেন
- নাইক্রোম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "চল-তড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2398"